এবারের আইপিএল-এ ধারাবাহিকতা দেখাতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলেছে কেকেআর। তার মধ্যে ৩টি ম্যাচেই হেরে গেলেন নীতীশ রানারা।
আইপিএল-এর ইতিহাসে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় ব্যাটার হিসেবে শতরান করার রেকর্ড গড়লেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে অসাধারণ শতরান করার পরেও দলকে জেতাতে পারেননি ভেঙ্কটেশ। ৫ উইকেটে হেরে গিয়েছে কেকেআর। ম্যাচ শেষ হওয়ার পর ভেঙ্কটেশ বলেছেন, ‘আমরা যদি জয় পেতাম, তাহলে আরও ভালো লাগত। নিজের পারফরম্যান্সে আমি খুশি হয়েছি। আমাকে টিম ম্যানেজমেন্ট যে দায়িত্ব দিয়েছে, সেটা পালন করতে পেরেছি বলে ভালো লাগছে। আমার উপর টিম ম্যানেজমেন্ট যে ভরসা রেখেছে, তার প্রতিদান দেওয়ার পালা আমার। এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল। ৩০-৪০ রান করার পর আমার কাজটা সহজ হয়ে যায়। শতরান করতে পেরে আমি সত্যিই খুশি।’
ভেঙ্কটেশ আরও বলেছেন, 'মুম্বই ইন্ডিয়ানসের হয়ে নতুন বলে যারা বোলিং করছিল, তারা সবাই স্যুইং বোলার। ওদের ভালো বোলিং করার সুযোগ দিলে আমার কাজটা কঠিন হয়ে যেত। সেই কারণে আমি ওদের ছন্দ পেতে দিইনি। উইকেট থেকে স্যুইং উধাও হয়ে যাওয়ার পরেই ব্যাটিং করা সহজ হয়ে যায়। আমার হাঁটুতে চোট ছিল কিন্তু দলের জন্য যখন কিছু করার দায়িত্ব থাকে, তখন আমি সব যন্ত্রণা ভুলে যাই।'
ভেঙ্কটেশের শতরানের সুবাদে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৮৫ রান করে কেকেআর। টি-২০ ফর্ম্যাটে ১৮৫ রান জেতার মতোই। কিন্তু এই স্কোর করেও জিততে পারল না কেকেআর। ১৪ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় মুম্বই। ভেঙ্কটেশের শতরানের পাল্টা অসাধারণ ইনিংস খেলেন ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব। দলের হার প্রসঙ্গে ভেঙ্কটেশ বলেছেন, ‘এই উইকেটে ব্যাটিং করা খুবই সহজ ছিল। আমি এই উইকেটে ব্যাটিং উপভোগ করছিলাম। আমার মনে হয়, আমাদের আরও ১৫-২০ রান করা উচিত ছিল। তবে মুম্বই ইন্ডিয়ানস যেভাবে ব্যাটিং করছিল, তাতে মনে হয় আমরা আরও বেশি রান করলে সেই রানও টপকে যেত ওরা। তবে আমরা ১৫-২০ রান কমই করেছি।’
ভেঙ্কটেশ ছাড়া এদিন কেকেআর-এর অন্য কোনও ব্যাটার এদিন বড় রান পাননি। দ্বিতীয় সর্বাধিক ২১ রান করেন আন্দ্রে রাসেল। ১৮ রান করেন রিঙ্কু সিং। ১৩ রান করেন শার্দুল ঠাকুর। আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। সেই কারণেই ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি কেকেআর।
আরও পড়ুন-
IPL 2023: বিতর্ক বাড়িয়ে ইনস্টাগ্রামে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আনফলো করলেন বিরাট কোহলি
IPL 2023: বিফলে ভেঙ্কটেশ আইয়ারের শতরান, মুম্বই ইন্ডিয়ানসের কাছে হার কেকেআর-এর
চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান