IPL 2023: বিফলে যশস্বী জয়সোয়ালের অসাধারণ শতরান, শেষ ওভারে ৩ ছক্কায় বাজিমাত টিম ডেভিডের

চলতি আইপিএল-এর মাঝামাঝি পর্যায়ে এসে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করা নিয়ে আকর্ষণীয় লড়াই চলছে। রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটানস, লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের মধ্যেই মূলত লড়াই চলছে।

দিনটা হতে পারত অসাধারণ শতরান করা যশস্বী জয়সোয়ালের। কিন্তু ৩৬-তম জন্মদিন পালন করা রোহিত শর্মার মুখে হাসি ফোটানোর দায়িত্ব নিয়েছিলেন সতীর্থ টিম ডেভিড। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান দরকার ছিল মুম্বই ইন্ডিয়ানসের। জেসন হোল্ডারের বলে পরপর ৩টি ওভার-বাউন্ডারি মেরে স্মরণীয় জয় এনে দিলেন ডেভিড। ২১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় পেল মুম্বই। এই জয়ের ফলে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে উঠে এল মুম্বই। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে নেমে গেল রাজস্থান।

রবিবার দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল আইপিএল-এর ইতিহাসে ১০০০-তম ম্যাচ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। অসাধারণ ব্যাটিং করেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। তিনি ৬২ বলে ১২৪ রান করেন। এই ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও ৮টি ওভার-বাউন্ডারি। রাজস্থানের বাকি ব্যাটাররা কেউই খুব বেশি রান করতে পারেননি। দ্বিতীয় সর্বাধিক ১৮ রান করেন ওপেনার জস বাটলার। সঞ্জু করেন ১৪ রান। হোল্ডার করেন ১১ রান। দেবদত্ত পাড়িক্কল ২, শিমরন হেটমায়ার ৮, ধ্রুব জুরেল ২ ও রবিচন্দ্রন অশ্বিন অপরাজিত ৮ রান করেন। মুম্বই ইন্ডিয়ানসের বোলারদের মধ্যে ৩৯ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শাদ খান। ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন পীযূষ চাওলা। ৩৫ রান দিয়ে ১ উইকেট নেন জোফ্রা আর্চার। ৫১ রান দিয়ে ১ উইকেট নেন রিলি মেরেডিথ। 

Latest Videos

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিতের (৩) উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ানস। অপর ওপেনার ঈশান কিষাণ করেন ২৮ রান। ২৬ বলে ৪৪ রান করেন ক্যামেরন গ্রিন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি। ২৯ বলে ৫৫ রান করেন সূর্যকুমার যাদব। তিনি ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি মারেন। ২১ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন তিলক ভার্মা। তবে পার্থক্য গড়ে দেন ডেভিড। তিনি ১৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। ২টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি মারেন ডেভিড। তাঁর জন্যই জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। ৩.৩ ওভার বোলিং করে ৫৫ রান দেন হোল্ডার। এই কারণেই জয় পেল না রাজস্থান রয়্যালস

আরও পড়ুন-

IPL 2023: চিপকে হাড্ডাহাড্ডি লড়াই, শেষ বলে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস

IPL 2023: চেন্নাইয়ে চেন্নাইকে হারানো অনেক বড় ব্যাপার, জয়ের পর বার্তা ধাওয়ানের

চুনী গোস্বামীর নামাঙ্কিত গেট উদ্বোধন, সুনীল গাভাসকরের মুখে জয় মোহনবাগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
সুকান্ত মজুমদারকে বিজেপির নবজাতক আখ্যা কুণালের, পাল্টা দিয়ে যা বললেন সুকান্ত : Sukanta on Kunal
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
ED Raid Today: Kolkata-র একাধিক স্থানে ফের ED-র অভিযান! Salt Lake-এ হাজির বিশাল ইডির দল | Kolkata