IPL 2023: আনক্যাপড প্লেয়ার হিসেবে এক মরসুমে সবচেয়ে বেশি রান, অনন্য রেকর্ড যশস্বীর

Published : May 20, 2023, 12:38 AM ISTUpdated : May 20, 2023, 12:45 AM IST
Yashasvi Jaiswal

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখালেন তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। এই পারফরম্যান্সের পর এবার জাতীয় দলে সুযোগ পাওয়ার আশায় যশস্বী।

দেশের হয়ে এখনও যে ক্রিকেটারর খেলার সুযোগ পাননি, তাঁদের মধ্যে আইপিএল-এ একটি মরসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩৬ বলে ৫০ রান করেন যশস্বী। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি। এবারের আইপিএল-এ ৬২৫ রান করলেন যশস্বী। তিনি শন মার্শের ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন। ২০০৮ সালের আইপিএল-এ ৬১৬ রান করেন মার্শ। এবার তাঁকে ছাপিয়ে গেলেন যশস্বী। জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে ২০২০ সালের আইপিএল-এ ৫১৫ রান করেন ঈশান কিষাণ। ২০১৮ সালের আইপিএল-এ ৫১২ রান করেন সূর্যকুমার যাদব। সবাইকে ছাপিয়ে গেলেন যশস্বী।

২৫ বছর বয়স হওয়ার আগেই আইপিএল-এর একটি মরসুমে যে কয়েকজন ক্রিকেটার ৬০০-র বেশি রান করেছেন, তাঁদের মধ্যেও জায়গা করে নিলেন যশস্বী। এই তালিকায় যশস্বী ও মার্শ ছাড়াও আছেন বিরাট কোহলি, ঋষভ পন্থ ও রুতুরাজ গায়কোয়াড়। ২০১৩ সালের আইপিএল-এ ৬৩৪ রান করেন বিরাট। ২০১৮ সালের আইপিএল-এ ৬৮৪ রান করেন ঋষভ। ২০২১ সালের আইপিএল-এ ৬৩৬ রান করেন রুতুরাজ। এবার যশস্বীও আইপিএল-এ অসাধারণ নজির গড়লেন। 

এবারের আইপিএল-এ ৫টি শতরান করলেন যশস্বী। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩৫ বলে শতরান পূর্ণ করেন এই তরুণ ওপেনার। রাজস্থান রয়্যালসের অপর ওপেনার জস বাটলার রান করার আগেই আউট হয়ে গেলেও, ভালো ব্যাটিং করেন যশস্বী। তিনি ৩৬ বলে ৫০ রান করে আউট হয়ে যান। দেবদত্ত পাড়িক্কলও অর্ধশতরান করেন। ৪৬ রান করেন শিমরন হেটমায়ার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয় রাজস্থান রয়্যালস। 

আইপিএল-এর আগে ঘরোয়া ক্রিকেটেও অসাধারণ ফর্মে ছিলেন যশস্বী। আইপিএল-এও তাঁর সেই ফর্ম অব্যাহত রইল। ১৪ ম্যাচ খেলে ৬২৫ রান করলেন এই তরুণ ওপেনার। শতরানও করেছেন তিনি। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন যশস্বী। আইপিএল-এ কোনও আনক্যাপড প্লেয়ারের এটাই সর্বাধিক স্কোর। এর আগে এই রেকর্ড ছিল পল ভালথাটির দখলে। ২০১১ সালের আইপিএল-এ পাঞ্জাব কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১২০ রান করেন ভালথাটি। এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন যশস্বী। এবারের আইপিএল-এ তাঁর স্ট্রাইক রেট ১৬০-এর বেশি এবং গড় ৫০। জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন এই তরুণ।

আরও পড়ুন-

IPL 2023: পাঞ্জাব কিংসকে হারিয়েও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ রাজস্থান রয়্যালস

IPL 2023: আইপিএল-রেকর্ড ভাগ বসালেন বিরাট কোহলি, স্বাগত জানালেন ক্রিস গেইল

IPL 2023 সবুজ-মেরুন জার্সি পরে খেলবেন ক্রুণালরা, মোহনবাগানের সমর্থন চাইছে লখনউ

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?