এবারের আইপিএল-এর শুরুটা ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তবে বৃহস্পতিবার প্রথম হোম ম্যাচে জয় পেতে তৈরি দল, দাবি কেকেআর-এর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের।
এবারের আইপিএল-এ প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মোহালিতে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কেকেআর। প্রথম ম্যাচ দেখে মনে হয়েছে, দলে ভেদশক্তির অভাব রয়েছে। বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা প্রকট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কেকেআর। ৪ বছর পর ইডেনে আইপিএল ম্যাচ খেলতে নামছে কেকেআর। ফলে সমর্থকদের উৎসাহ তুঙ্গে। ভরা ইডেনে বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের বিরুদ্ধে জয় পেতেই হবে কেকেআর-কে। না হলে দলের আত্মবিশ্বাস তলানিতে ঠেকবে। পরপর ২ ম্য়াচ হারলে অনেকটা পিছিয়েও পড়বে দল। সেই কারণে আরসিবি-র মুখোমুখি হওয়ার আগে সতর্ক কেকেআর শিবির।
আরসিবি-র বিরুদ্ধে খেলতে নামার আগে অবশ্য দল নিয়ে আত্মবিশ্বাসী কেকেআর-এর প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তিনি বুধবার বলেছেন, 'আমাদের দলে অভিজ্ঞতার অভাব আছে এটা বলব না। দলের প্রতিটি খেলোয়াড়ই ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়েছে। সবাই নামী ক্রিকেটার। আমার বিশ্বাস, প্রতিটি খেলোয়াড়ই ভালো পারফরম্যান্স দেখাতে পারবে। আমরা কোনও একজন ক্রিকেটারের উপর নির্ভর করছি না। আমাদের দলে যারা আছে তারা সবাই ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।'
প্রথম ম্যাচে হার প্রসঙ্গে কেকেআর কোচ বলেছেন, 'প্রথম ম্যাচের পরেই আমাদের দল নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। গত ম্যাচে আমরা শেষ ওভার পর্যন্ত লড়াই করেছি। আমাদের হেরে যাওয়া দুর্ভাগ্যজনক। আমাদের যে দল আছে, সেটা নিয়ে আমি আত্মবিশ্বাসী।'
প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের রান আটকাতে পারেনি কেকেআর। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯১ রান করে শিখর ধাওয়ানের দল। কেকেআর-এর বোলারদের মধ্যে সবচেয়ে বেশি রান দেন টিম সাউদি। নিউজিল্যান্ডের এই পেসার ৪ ওভার বোলিং করে ৫৪ রান দেন। সুনীল নারিন ৪ ওভার বোলিং করে ৪০ রান দেন। দলের প্রধান দুই বোলার এত রান দেওয়ায় সমস্যায় পড়ে যায় কেকেআর। রান তাড়া করতে নেমে টপ অর্ডারও ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। মনদীপ সিং করেন মাত্র ২ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা অনুকূল রায় করেন ৪ রান। রিঙ্কু সিং করেন ৪ রান। দ্বিতীয় ম্যাচে এই ভুল করলে চলবে না। বোলারদের যেমন বেশি রান দিলে চলবে না তেমনই টপ অর্ডারকেও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।
আরও পড়ুন-
২ ম্যাচে ৮ উইকেট, আইপিএল কাঁপাচ্ছেন মার্ক উড