সংক্ষিপ্ত
এবারের আইপিএল-এ প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। মঙ্গলবার টানটান লড়াইয়ের পর দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল রোহিত শর্মার দল। দলের জয়ে বড় অবদান থাকল রোহিতের।
দু'বছর পর আইপিএল-এ অর্ধশতরান করলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা। তিনি আইপিএল শেষবার অর্ধশতরান করেন ২০২১ সালের ২৩ এপ্রিল। সেদিন তিনি চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অর্ধশতরান করেছিলেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ২০২২-এর আইপিএল-এ কোনও ম্যাচেই অর্ধশতরান করতে পারেননি রোহিত। তাঁর সর্বাধিক স্কোর ছিল ৪৮। মঙ্গলবার ফের তিনি অর্ধশতরান পেলেন। আইপিএল-এ ২৪ ম্যাচ পর অর্ধশতরান পেলেন মুম্বইয়ের অধিনায়ক। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৫ বলে ৬৫ রান করেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এবারের আইপিএল-এ দলকে প্রথম জয় এনে দিলেন রোহিত।
গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর রোহিত বলেছিলেন, দলের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব পালন করতে হবে। হারের জন্য নিজেকেও দায়ী করেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক। এদিন তিনি শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেন। প্রথম ওভারে বাংলার পেসার মুকেশ কুমারের বল দু'টি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি-সহ ১৪ রান করেন রোহিত। তৃতীয় ওভারে অ্যানরিক নর্খিয়ের বলে দু'টি আক্রমণাত্মক শট খেলেন মুম্বইয়ের অধিনায়ক। এরপর তিনি অক্ষর প্যাটেলের বলে দু'টি বাউন্ডারি মারেন। পাওয়ার-প্লে-র শেষ ওভারে ললিত যাদবের শর্ট বলে লেগ সাইডে ওভার-বাউন্ডারি মারেন রোহিত। তিনি যখন ৪৯ রান অপরাজিত, তখন অক্ষরের একটি বল তাঁর প্যাডে লাগে। তবে দিল্লির ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। এরপর অর্ধশতরান করতে সমস্যা হয়নি রোহিতের। অর্ধশতরান করার পর তিনি মুস্তাফিজুর রহমানের বলে অভিষেক পোড়েলকে ক্যাচ দেন।
এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭২ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। সর্বাধিক ৫৪ রান করেন অক্ষর প্যাটেল। এই অলরাউন্ডারের ২৫ বলে ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ওয়ার্নার করেন ৫১ রান। মণীশ পাণ্ডে করেন ২৬ রান। পৃথ্বী শ করেন ১৫ রান। মুম্বইয়ের হয়ে ৩ উইকেট করে নেন পীযূষ চাওলা ও জেসন বেহরেনডর্ফ। জোড়া উইকেট নেন রিলি মেরেডিথ। ১ উইকেট নেন হৃতিক শকিন।
রান তাড়া করতে নেমে রোহিতের ৬৫, তিলক ভার্মার ৪১, ঈশান কিষাণের ৩১, ক্যামেরন গ্রিনের অপরাজিত ১৭, টিম ডেভিডের অপরাজিত ১৩ রানের সুবাদে শেষ বলে জয় ছিনিয়ে নেয় মুম্বই।
আরও পড়ুন-
IPL 2023 : হাড্ডাহাড্ডি ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের
IPL 2023: তামিলনাড়ুর একজনও ক্রিকেটার নেই, সিএসকে-কে নিষিদ্ধ করার দাবি
IPL 2023: ঘরের মাঠে ফের জয়ের লক্ষ্যে ধোনিরা, পাল্টা লড়াই করতে তৈরি রাজস্থান