বিরাট কোহলির কাছে এবারের আইপিএল অতীত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাটের পরবর্তী লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
এবারের আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছিটকে গেলেও, অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানসের বিরুদ্ধে শতরান করেছেন বিরাট। আইপিএল-এ ৭টি শতরান করে প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিলেন বিরাট। কিন্তু এরই মধ্যে ভারতীয় দলের জন্য উদ্বেগের খবর। রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পান বিরাট। তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার অবশ্য আশ্বস্ত করেছেন, বিরাটের হাঁটুর চোট গুরুতর নয়। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারতীয় দল।
রবিবার অসাধারণ ক্যাচ নিয়ে বিজয় শঙ্করকে আউট করেন বিরাট। এই ক্যাচ নেওয়ার সময়ই চোট পান তিনি। ভালোভাবে হাঁটতে পারছিলেন না আরসিবি তারকা। মাঠে ছুটে যান ফিজিও। এরপর আর ফিল্ডিং করতে পারেননি বিরাট। ম্যাচের শেষ ৫ ওভার ডাগআউটে বসেই কাটাতে হয় বিরাটকে।
ম্যাচের শেষ বাঙ্গার বলেন, 'হাঁটুতে সামান্য চোট পেয়েছে বিরাট। তবে আমার মনে হয় এই চোট গুরুতর নয়। ও ৪ দিনের মধ্যে পরপর ২টি শতরান করল। ও এমন একজন ক্রিকেটার যে শুধু ব্যাট হাতেই নয়, ফিল্ডিং করার সময়ও দলের জন্য অবদান রাখতে চায়। ওকে অনেক দৌড়তে হয়েছে। গত ম্যাচে ৪০ ওভারই ও মাঠে ছিল। এই ম্যাচে ও ৩৫ ওভার মাঠে ছিল। ও নিজের সেরাটা দিচ্ছে। ফলে ওর কোনও একটা সময় চোট পাওয়ার আশঙ্কা ছিলই। তবে আমার মনে হয়, এই চোট গুরুতর নয়।'
এবারের আইপিএল-এ অসাধারণ ফর্মে ছিলেন বিরাট। তাঁর ফর্ম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় দলকে আশাবাদী করে তুলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের অন্যতম ভরসা বিরাট। আরও ৬ জন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে মঙ্গলবার ইংল্যান্ডে উড়ে যাচ্ছেন তিনি। সেখানে এই ৭ জনের সঙ্গে যোগ দেবেন চেতেশ্বর পূজারা। সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন পূজারা। ফলে তিনিও দলের ভরসা। ৭ জুন শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ম্যাচেরই প্রস্তুতি শুরু করে দিচ্ছে ভারতীয় দল। গতবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার আর সেই ভুল করতে নারাজ রোহিত শর্মা-রাহুল দ্রাবিড়রা। সেই কারণেই তাঁরা প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না।
আরও পড়ুন-
IPL 2023: কোয়ালিফায়ার ১-এ গুজরাট-চেন্নাই, এলিমিনেটরে লখনউ-মুম্বই লড়াই
IPL 2023: বিরাটের পাল্টা শুবমানের শতরান, মুম্বইকে প্লে-অফে পৌঁছে দিল গুজরাট
IPL 2023: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৭৭ রানে জয়, প্লে-অফে চেন্নাই সুপার কিংস