IPL 2023: শনিবার সামনে পাঞ্জাব কিংস, ফের বিস্ফোরক ইনিংস খেলতে তৈরি নিকোলাস পুরাণ

শনিবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। এবার ঘরের মাঠেও দলকে জয় এনে দিতে তৈরি পুরাণ। বেঙ্গালুরুর তুলনায় লখনউয়ের পিচ একটু মন্থর, তবে তাতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করেন এই ক্যারিবিয়ান।

Share this Video

শনিবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রোমহর্ষক জয় ছিনিয়ে নেয় লখনউ। ২১২ রান তাড়া করে ১ উইকেটে জয় পান কে এল রাহুলরা। ১৯ বলে ৬২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরাণ। এবার ঘরের মাঠেও দলকে জয় এনে দিতে তৈরি পুরাণ। বেঙ্গালুরুর তুলনায় লখনউয়ের পিচ একটু মন্থর। তবে তাতে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করেন এই ক্যারিবিয়ান। গত ম্যাচে তাঁরা যেভাবে জয় ছিনিয়ে নিয়েছেন, তাতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। শনিবার এই আত্মবিশ্বাস কাজে লাগবে বলেই আশাবাদী পুরাণ।

Related Video