MS Dhoni: আরও ২ বছর অনায়াসে খেলতে পারেন ধোনি, মত সতীর্থ দীপক চাহারের

আইপিএল-এর প্রথম মরসুম থেকে এখনও পর্যন্ত যে কয়েকজন ক্রিকেটার খেলে যাচ্ছেন তাঁদের অন্যতম মহেন্দ্র সিং ধোনি। তিনি ফিটনেস ও ফর্ম ধরে রাখতে সক্ষম হয়েছেন।

Soumya Gangully | Published : Mar 5, 2024 12:48 PM IST / Updated: Mar 05 2024, 09:11 PM IST

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনই অবসর নেবেন না। তিনি আরও দুই মরসুম খেলতে পারেন। এমনই আশা প্রকাশ করলেন সতীর্থ দীপক চাহার। সম্প্রতি ধোনির ঘনিষ্ঠ বন্ধু পরমজিৎ সিং বলেছেন, তাঁর আশা, এটা আইপিএল-এ ধোনির শেষ মরসুম নয়। তিনি আরও এক বা দুই মরসুম খেলতে পারেন। এবার চাহারও একই আশা প্রকাশ করলেন। ফলে এবারের আইপিএল-এ খেলেই ধোনি অবসর নেবেন না বলেই আশা করছেন অনুরাগীরা। গত মরসুমে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। এবার দলকে চ্যাম্পিয়ন করতে পারলে ষষ্ঠবার অধিনায়ক হিসেবে আইপিএল জিতে রোহিত শর্মার রেকর্ড টপকে যাবেন ধোনি। সেই লক্ষ্যে খেলতে নামছেন সিএসকে অধিনায়ক।

ধোনির প্রতি শ্রদ্ধাশীল চাহার

ধোনি সম্পর্কে চাহার বলেছেন, ‘যখন কোনও ব্যাটারের মনে হয়, ১৪০ কিলোমিটার গতিতে আসা বল অত্যন্ত দ্রুতগতির মনে হয়, তখন একজন ব্যাটারকে অবসর নিতে হয়। গত মরসুমে আপনারা দেখেছেন, ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে আসা বলে ছক্কা মেরেছেন এম এস ধোনি। আমরা নেটেও একইরকম ব্যাটিং দেখেছি। উনি এ বছরও খেলবেন। আমার মনে হয়, এবারের মরসুমের পর উনি ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে আমার মনে হয়, উনি আরও দুই মরসুম খেলতে পারবেন।’

হাঁটু অস্ত্রোপচারের পর ফিট ধোনি

হাঁটুর চোট নিয়েই ২০২৩ সালের আইপিএল-এ খেলেন ধোনি। তিনি প্রতিটি ম্যাচেই উইকেটকিপিং করেন। তবে খুব বেশি ব্যাটিং করেননি। প্রতিটি ম্যাচেই লোয়ার অর্ডারে ব্যাটিং করেন সিএসকে অধিনায়ক। তিনি ১৬ ম্যাচ খেলে ১০৪ রান করেন। দলকে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন করার পর হাঁটু অস্ত্রোপচার করান ধোনি। এবার ফিট হয়েই তিনি আইপিএল-এ খেলতে নামছেন। ফলে এবারও ভালো পারফরম্যান্স দেখানোর লক্ষ্যে ধোনি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

MS Dhoni: এবারই কি ধোনির শেষ আইপিএল? কী জানালেন বন্ধু পরমজিৎ সিং?

IPL 2024: ২২ মার্চই শুরু হচ্ছে আইপিএল, উদ্বোধনী ম্যাচে ধোনি-বিরাট লড়াই

Read more Articles on
Share this article
click me!