১৫ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর এবারের আইপিএল-এর মাধ্যমেই প্রত্যাবর্তন ঘটাবেন ঋষভ।
ঋষভ পন্থের প্রশংসায় পঞ্চমুখ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন ঋষভ। আইপিএল-এ খেলার জন্য মুখিয়ে আছেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি দ্রুত ছন্দ ফিরে পাবেন বলেও আশা করছেন সৌরভ। তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ঋষভ পন্থ ফিট হয়ে যাওয়ায় দিল্লি ক্যাপিটালসের সুবিধা হচ্ছে। কারণ, আইপিএল-এ ভারতীয় ক্রিকেটাররা সোনার মতোই মূল্যবান। ও অবশ্যই অনেকদিন ক্রিকেট খেলেনি। আমার আশা, ও খুব তাড়াতাড়ি ছন্দ ফিরে পাবে। ও বেশ কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেনি। প্রায় ১৭-১৮ মাস ও খেলেনি। তবে ও প্রত্যাবর্তনের জন্য কঠোর পরিশ্রম করেছে। ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ও দিল্লি ক্যাপিটালস ও ভারতের হয়ে খেলতে চায়। ও দলে ফেরায় আমি খুব খুশি হয়েছি। আশা করি ও এবারের আইপিএল-এ সব ম্যাচেই খেলতে পারবে।’
ঋষভের মাঠে ফেরার অপেক্ষায় ক্রিকেট মহল
২০২২ সালের শেষদিকে উত্তরাখণ্ডে মারাত্মক গাড়ি দুর্ঘটনায় পড়েন ঋষভ। তাঁকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়। অস্ত্রোপচার, রিহ্যাবের পর এখন ফিট হয়ে উঠেছেন ঋষভ। তিনি এবারের আইপিএল-এ খেলার জন্য তৈরি। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেই খেলবেন ঋষভ। তিনি খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানিয়েছেন সৌরভ।
ভালো পারফরম্যান্সের লক্ষ্যে ঋষভ
২০২৩ সালের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের ম্যাচে গ্যালারিতে দেখা যায় ঋষভকে। তিনি মাঠের বাইরে বসে থাকা মেনে নিতে পারছিলেন না। কিন্তু সেই সময় তাঁর পায়ে ব্যান্ডেজ ছিল। সদ্য অস্ত্রোপচারের পর মাঠে ফেরা সম্ভব ছিল না। তবে এবার ফিট হয়ে উঠেছেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি এবার দলের অন্যতম ভরসা। গত মরসুমে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বে ছিলেন ডেভিড ওয়ার্নার। পয়েন্ট তালিকায় ৯ নম্বরে ছিল দিল্লি। এবার দলের ফল ভালো হবে বলে আশায় সৌরভ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lucknow Super Giants: এবারের আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের সহ-অধিনায়ক নিকোলাস পুরাণ
Shubman Gill: বিমানবন্দরে নিরাপত্তারক্ষী সতীর্থর বাবা, শুভেচ্ছা বিনিময় শুবমানের