Virat Kohli: আইপিএল-এ ১৬ বছর পূর্ণ, বিরাট কোহলিকে শ্রদ্ধা আরসিবি-র

আইপিএল-এ যে কয়েকজন ক্রিকেটার দলবদল করেননি, তাঁদের অন্যতম বিরাট কোহলি। আইপিএল-এ গত ১৬ বছর ধরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েই খেলে চলেছেন এই তারকা।

আইপিএল-এ ১৬ বছর পূর্ণ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর প্রতি শ্রদ্ধা জানাল এই ফ্র্যাঞ্চাইজি। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিরাটের চমকপ্রদ কেরিয়ার ও সাফল্য উদযাপন করা হচ্ছে। আরসিবি-র অধিনায়ক পদ থেকে সরে গেলেও, এবারও এই ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল-এ খেলার জন্য তৈরি হচ্ছেন বিরাট। সেই কারণেই তাঁর আনুগত্য ও দায়িত্ববোধকে শ্রদ্ধা জানিয়েছে আরসিবি। সতীর্থদের পাশাপাশি অনুরাগীরাও আইপিএল-এ বিরাটের ১৬ বছর পূর্ণ হওয়া উদযাপন করছেন। আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের অবদান অসামান্য। তিনি গত এক দশকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই অসাধারণ সাফল্য পেয়েছেন বিরাট। তাঁর মতো সাফল্য খুব কম ব্যাটারেরই আছে। আইপিএল-এ অনেক স্মরণীয় ইনিংস খেলেছেন এই তারকা ব্যাটার। সেসবই উদযাপন করছে আরসিবি।

২০০৮ থেকে আরসিবি-তে বিরাট

Latest Videos

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিরাট। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেই তিনি আরসিবি-তে যোগ দেন। ২০০৮ থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলছেন তিনি। গত ১৬ বছরে বহু অসাধারণ ইনিংস খেলেছেন এই তারকা ব্যাটার। তিনি আইপিএল-এ অনেক রেকর্ড গড়েছেন। একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবি। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি অন্যতম জনপ্রিয়। প্রতি বছরই আইপিএল চলাকালীন দেশের বিভিন্ন শহরে বিরাট ও তাঁর দলকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের বিপুল উৎসা-উদ্দীপনা, আবেগ দেখা যায়। বিরাট ছাড়া অন্য কোনও ক্রিকেটার আইপিএল-এ এত বছর ধরে একটি দলের হয়ে খেলেননি। তাঁর এই নজির অনন্য।

 

 

আইপিএল-এর মাধ্যমে প্রত্যাবর্তন হচ্ছে বিরাটের

দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেননি বিরাট। আইপিএল-এর মাধ্যমে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নেবেন এই তারকা। এবারই হয়তো শেষ টি-২০ বিশ্বকাপ খেলবেন বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Cricket: বিরাট-রোহিতেরও রঞ্জি ট্রফিতে খেলা উচিত, দাবি কীর্তি আজাদের

Virat Kohli: 'দৃঢ়চেতা মানসিকতা, সঙ্কল্পের পরিচয় দিল তরুণরা,' প্রশংসা বিরাট কোহলির

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

লুকিয়ে আছে জঙ্গলে, যে কোন মুহূর্তে লোকালয়ে ঢুকতে পারে বাঘ! Tiger spotted in Kultali | Bangla News
বাংলাদেশ ইস্যুতে চুপ কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? দেখুন কী বলছেন সুকান্ত মজুমদার
Bangla News Live : মোদীকে চরম হুঁশিয়ারি দিলেন সারজিস আলম | PM Modi | Sarjis Alam
Mamata Banerjee Live: অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধনে মমতা, দেখুন সরাসরি
ব্যবসায় অশান্তি! সম্পর্ক তলানিতে, এমন কাণ্ড ঘটবে কেউ বুঝতেই পারেনি | Hooghly News Today