Indian Street Premier League: 'কলকাতায় আমার অর্ধেক পরিবার,' বার্তা সইফ আলি খানের

Published : Feb 26, 2024, 04:09 PM ISTUpdated : Feb 26, 2024, 04:19 PM IST
Saif Ali Khan

সংক্ষিপ্ত

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দলের কর্ণধার বলিউড তারকা সইফ আলি খান ও তাঁর স্ত্রী করিনা কাপুর খান। তাঁরা এই ক্রিকেট লিগে নিজেদের দল নিয়ে আশাবাদী।

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দলের মালিকানা পেয়ে উচ্ছ্বসিত বলিউড তারকা সইফ আলি খান। তাঁর মা শর্মিলা ঠাকুর কলকাতার মেয়ে। এই শহরে তাঁদের অনেক আত্মীয়-পরিজন আছেন। ফলে কলকাতার দলের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুশি সইফ। এই বলিউড তারকা বলেছেন, ‘কলকাতা আমার হৃদয়ের খুব কাছে। আমি এই লিগ নিয়ে উত্তেজিত। টেনিস বলের এই টুর্নামেন্টের মাধ্যমে খুব ভালোভাবে টেকনিক উন্নত করা যাবে। আমরা যখন খেলতাম, তখন আমাদের বলা হত, টেনিস বলে ক্যাচ নেওয়া শিখতে পারলে সেই শিক্ষাই ঠিক। কারণ, ঠিকমতো ক্যাচ নিতে না পারলে হাত থেকে ছিটকে যায় টেনিস বল। আমার বাবা প্রয়াত মনসুর আলি খান পতৌদিও একই কথা বলতেন। সবাই টেনিস বলের মাধ্যমেই খেলা শুরু করে।’

এই লিগ সফল হবে, আশাবাদী সইফ

ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ প্রসঙ্গে সইফ বলেছেন, 'আমাদের দেশ বিশাল। এই দেশের জনসংখ্যাও প্রচুর। আমরা রাস্তায় নেমে প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করতে চাইছি। সবাইকে উপযুক্ত মঞ্চ দিতে চাইছি। প্রতিভাবান ক্রিকেটারদের খেলার সুযোগ দিতে চাইছি আমরা। আশা করি এই লিগ সফল হবে। টেনিস বল ক্রিকেট অত্যন্ত আকর্ষণীয় খেলা। বলের এক দিকে টেপ লাগালে বল এমন স্যুইং করবে যেন ওয়াসিম আক্রম বোলিং করছেন। ক্রিকেট খেলা শিখতে হলে টেনিস বলের মাধ্যমেই শুরু করতে হবে।'

কলকাতা নিয়ে উচ্ছ্বাস সইফের

কলকাতার প্রতি ভালোবাসার কথা জানিয়ে সইফ বলেছেন, ‘আমার মা ও পরিবারের অর্ধেক সদস্য কলকাতার। আমার পরিবারের অর্ধেক অংশ ক্রিকেটার। আমি ৬ মার্চ কলকাতায় যাওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। সেদিন আমরা প্রথম ম্যাচ খেলব। আমরা কলকাতা গিয়ে ম্যাচ দেখব, দলকে সমর্থন করব।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Indian Street Premier League: ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগে কলকাতার দলের মালিক সইফ-করিনা

Bangladesh Premier League: বাংলাদেশ প্রিমিয়ার লিগ সার্কাস, কটাক্ষ জাতীয় দলের প্রধান কোচের

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত
আইপিএল ২০২৬: দুবাইয়ে পিকলবল খেললেন, আগের মতোই ফিট হয়ে উঠেছেন ধোনি