সংক্ষিপ্ত

দিল্লি টেস্ট ম্যাচেও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু ইন্দোরে যেন নিজেকেও ছাপিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অফস্পিনার নাথান লিয়ন। তিনি প্রায় একাই ভারতকে হারিয়ে দিলেন।

ভারতের মাটিতে বিপক্ষ দলের যে স্পিনারদের বোলিং সামাল দিয়েছেন, তাঁদের মধ্যে অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়নকেই সেরা বলে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার ইন্দোর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দল ৯ উইকেটে হেরে যাওয়ার পর রোহিত বলেছেন, ‘আমি ভারতের মাটিতে যে বিদেশি স্পিনারদের বোলিংয়ে খেলেছি, তাঁদের মধ্যে সেরা লিয়ন। আমি মুরলী, (শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার মুথাইয়া মুরলীধরন) ওয়ার্নের (অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ-স্পিনার শেন ওয়ার্ন) বোলিং খেলিনি। বর্তমান প্রজন্মের যে স্পিনাররা খেলছে, তাদের মধ্যে আমার মতে ভারতে এসে খেলা সেরা বিদেশি স্পিনার হল লিয়ন। ওর লাইন ও লেংথের ধারাবাহিকতা অসামান্য। যদি কোনও বোলার এরকম ধারাবাহিকতা দেখায়, তাহলে রান করার জন্য অন্য কোনও পন্থা অবলম্বন করতে হয়।’ ইন্দোর টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে লিয়নের বলে বোল্ড হয়ে যান রোহিত। এই ইনিংসে ৬৪ রান দিয়ে ৮ উইকেট নেন লিয়ন। তিনিই ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামান। এই কারণেই লিয়নের প্রশংসা করেছেন রোহিত।

লিয়নের পাশাপাশি সতীর্থ চেতেশ্বর পূজারা ও শ্রেয়স আইয়ারেরও প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক। তিনি বলেছেন, ‘এই ধরনের পিচে খেলতে হলে আইয়ার যে ইনিংস খেলেছে সেই ইনিংস খেলতে হয়। কোনও একজনকে এগিয়ে এসে বোলারদের পাল্টা আক্রমণ করতে হয়। এমন নয় যে ব্যাটাররা সবসময় বড় ইনিংস খেলবে। মাঝেমধ্যে এরকম ক্যামিও খেলতে হয়। অন্যদিকে, পূজারা আছে। পূজারার মতোই ব্যাটিং করেছে পূজারা। ও ২২ গজে সময় কাটাতে ভালোবাসে। তবে সবাই একইভাবে ব্যাটিং করে না। সবারই ব্যাটিংয়ের নিজস্ব ধরন আছে। সবাইকে নিজের মতো করে রান করার উপায় খুঁজে নিতে হয়। ১ নম্বর ব্যাটার হোক বা ১১ নম্বর, সবাইকেই নিজের মতো করে রান করতে হবে। যতক্ষণ নিজেদের কাজ ঠিকমতো হচ্ছে, আমাদের দলের সবাই খুশি। সবার পক্ষে রান করা সম্ভব নয়।’

ইন্দোর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলের ৩ স্পিনারই অসাধারণ বোলিং করেছেন। তবে ম্যাথু কুনেম্যান ও টড মারফিকে ছাপিয়ে গিয়েছেন লিয়ন। তাঁর দাপটেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ০-২ পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল অস্ট্রেলিয়া। সিরিজ এখন ভারতের পক্ষে ২-১। ৯ মার্চ আমেদাবাদে শুরু হবে সিরিজের শেষ ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যেতে হলে ভারতীয় দলকে এই ম্যাচ জিততেই হবে। এই ম্যাচে ভারতীয় দলের চিন্তার প্রধান কারণ হয়ে গেলেন লিয়ন

আরও পড়ুন-

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে হলে কী করতে হবে ভারতীয় দলকে?

ইন্দোরে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া

অশ্বিন-জাজেদার বোলিংয়ে কিপিং উপভোগ করছেন, জানালেন উইকেট রক্ষক কে এস ভরত