সংক্ষিপ্ত

দক্ষিণ আফ্রিকার কিশোর জেসন রাওলেস রোহিত শর্মার কোচ দীনেশ লাডের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন। দীনেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেসনের বাবা।

ক্রিকেটার হিসেবে উন্নতি করার লক্ষ্যে মুম্বইয়ে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার কিশোর জেসন রাওলেস। রোহিত শর্মার কোচ দীনেশ লাডের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার চার মাসের মধ্যে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেয়েছেন এই কিশোর। তিনি গত কয়েক মাসে অনেক উন্নতি করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাওয়ার লক্ষ্যে জেসন। তাঁর বাবা রবিন রাওলেস চিঠি দিয়ে দীনেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি চিঠিতে লিখেছেন, 'লাড স্যার অসাধারণ কোচ। তিনি জেসনকে ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি করতে সাহায্য করেছেন। নেটে লাড স্যারের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর ফলে ব্যাটিংয়ে উন্নতি করেছে জেসন। ওকে ক্রিকেটে উন্নতি করার ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন লাড স্যার। উনি মুম্বইয়ের বরিভালিতে স্বামী বিবেকানন্দ স্কুলের নেটে জেসনকে অনুশীলনের সুযোগ দেন। লাড স্যারের কোচিংয়ে অল্প সময়ের মধ্যেই উন্নতি করেছে জেসন।'

প্রতিভাবান ক্রিকেটার জেসন

তরুণ অলরাউন্ডার জেসন এ বছরের এপ্রিলে মুম্বইয়ে আসেন। দীনেশের কাছে অনুশীলন করার পর দেশে ফিরে অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ শিবিরে সুযোগ পান জেসন। এরপর তিনি জাতীয় দলে সুযোগ পেলেন। এই কিশোরকে সাহায্য করার জন্য কোনওরকম অর্থ নেননি দীনেশ। এই কারণে তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়েছে জেসন ও তাঁর বাবার। আগামী বছরের এপ্রিলে ফের মুম্বইয়ে এসে দীনেশের কাছ থেকে প্রশিক্ষণ নিতে চান জেসন।

'দ্রোণাচার্য' কোচ দীনেশ

এখন মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে কাজ করছেন দীনেশ। তিনি কিশোর ও তরুণদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। রোহিত, শার্দুল ঠাকুর, সিদ্ধেশ লাডের মতো ক্রিকেটারদের উন্নতি করতে সাহায্য করেছেন দীনেশ। ভবিষ্যতে আরও অনেক তরুণ ক্রিকেটারকে উন্নতি করতে সাহায্য করতে চান দীনেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বাচ্চারা মোবাইল থেকে দূরে থাকো, রাহুল দ্রাবিড়কে অনুসরণ করো,' পরামর্শ রোহিত শর্মার কোচ দীনেশ লাডের

'আমিই একমাত্র কোচ যার ছাত্ররা ২ দেশের হয়ে বিশ্বকাপ খেলেছে,' একান্ত সাক্ষাৎকারে রোহিত শর্মা-হরমিত সিংয়ের কোচ

'কফি উইথ করণের ঘটনার পর ভয় পেয়ে গিয়েছিলাম,' বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে মুখ খুললেন রাহুল