আইপিএল থেকে অবসর, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ নিযুক্ত হলেন পোলার্ড

এবারের আইপিএল-এ নতুন ভূমিকায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা কাইরন পোলার্ডকে। তিনি দলের ব্যাটিং কোচ নিযুক্ত হয়েছেন।

মুম্বই ইন্ডিয়ান্স সম্প্রতি জানিয়ে দিয়েছে, তারা আর দীর্ঘদিনের তারকা ক্য়ারিবিয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ডকে দলে রাখছে না। আগামী আইপিএল-অর নিলামের আগেই তাঁকে ছেড়ে দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার জানা গেল নতুন খবর। অন্য কোনও দলে যোগ দিচ্ছেন না পোলার্ড। বরং তিনি আইপিএল থেকে অবসর নেওয়ার কথাই ঘোষণা করে দিলেন। খেলা ছেড়ে এবার মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে নিজের দায়িত্ব পালন করবেন পোলার্ড। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, 'আমি আরও কয়েক বছর খেলার কথা ভাবছিলাম। তাই এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছি, যে ফ্র্যাঞ্চাইজি এত সাফল্য পেয়েছে, তারা এবার নতুন করে দল সাজাতে চাইছে। আমি যদি আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে না খেলি, তাহলে এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে খেলব না। আমি যদি খেলতাম, তাহলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েই খেলতাম। আমি মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানাচ্ছি না। আইপিএল-এ ব্যাটিং কোচ হিসেবে থাকব এবং মুম্বই ইন্ডিয়ান্স এমিরেটসের হয়ে খেলব।'

পোলার্ড আরও বলেছেন, ‘আইপিএল-এর সবচেয়ে বড় ও সফলতম দলের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি সবসময় এই দলের হয়ে খেলতে চাইতাম। আমি খেলোয়াড় হিসেবে আইপিএল-কে মিস করব। আমি সৌভাগ্যবান যে আবেগপ্রবণ দর্শকদের সামনে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। মাঠে ও মাঠের বাইরে সবসময় দর্শকদের নিঃশর্ত সমর্থন পেয়েছি। আমরা ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ মরসুমে আইপিএল জিতেছি। ২০১১ ও ২০১৩ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছি। কোচ, ম্যানেজার, সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাতেই হবে। তাঁদের কঠোর পরিশ্রম, দলের প্রতি দায়বদ্ধতা ছাড়া আমাদের পক্ষে সাফল্য পাওয়া সম্ভব হত না। আমার বন্ধু রবিন সিংকে ধন্যবাদ জানাতে চাই। ওর পরামর্শ আমাকে বিশেষভাবে সাহায্য করেছে। আজ আমি এই পদক্ষেপ নিচ্ছি। আমার আশা, ভবিষ্যতে নতুন ভূমিকাতেও সফল হব। আমি যে প্রতিষ্ঠানে সবার সঙ্গে পরিবারের মতোই থাকি, সেখানেই নতুন ভূমিকা পালন করব।’

Latest Videos

 

 

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল-এ ১৮৯ ম্যাচ খেলে ২,৩১৬ রান করেছেন পোলার্ড। তাঁর স্ট্রাইক রেট ১৪৭.৩২। তিনি আইপিএল-এ ৬৯ উইকেটও নিয়েছেন। তিনি আইপিএল-এ ২২৩টি ওভার বাউন্ডারি মেরেছেন। যে ৫ ব্যাটার আইপিএল-এ সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মেরেছেন, তাঁদের অন্যতম পোলার্ড।

আরও পড়ুন-

আইপিএল ২০২৩ থেকে সরে দাঁড়ালেন কলকাতা নাইট রাইডার্স তারকা প্যাট কামিন্স

আইপিএল নিলামের আগে আগে সুনীল নারিনকে ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury