সংক্ষিপ্ত

মঙ্গলবারের মধ্যে আইপিএল ফ্র্যাঞ্জাইজিগুলিকে ক্রিকেটারদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া সংক্রান্ত তালিকা জমা দিতে হবে। তার মধ্যেই দল গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স।

 

আগামী মরসুমের আইপিএল-এর জন্য ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিনকে ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স। তাঁর পাশাপাশি ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, বেঙ্কটেশ আয়ার, গত মরসুমের অধিনায়ক শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, শেলডন জ্য়াকসন, অজিঙ্কা রাহানে, রিঙ্কু সিং, অনুকূল রায়, রাসিখ দার, চামিকা করুণারত্নে, বাবা ইন্দ্রজিৎ, অশোক শর্মা, প্রথম সিং, অভিজিৎ তোমর, অ্যালেক্স হেলস, রমেশ কুমার, মহম্মদ নবি, আমন খান ও উমেশ যাদবকে ধরে রাখতে পারে কেকেআর। ইতিমধ্যেই গুজরাট টাইটানস থেকে নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন এবং আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে কেকেআর। এক ভিডিও বার্তার মাধ্যমে কেকেআর সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন গুরবাজ। তিনি জানিয়েছেন, কেকেআর-এ যোগ দিতে পেরে তিনি খুব খুশি হয়েছেন। নতুন দলের হয়ে আগামী আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখাতে চান বলে জানিয়েছেন এই আফগান ক্রিকেটার। কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকরাও এই ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বসিত।

গত মরসুমে আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি কেকেআর। ২০১৪ সালের পর আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি শাহরুখ খানের দল। এবার সাফল্য পেতে মরিয়া কেকেআর। সেই কারণে গত মরসুমের পরেই প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার ব্রেন্ডন ম্যাকালামকে। তাঁর বদলে কেকেআর-এর নতুন কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতকে। কোচ বদলের পাশাপাশি দলকেও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালস থেকে শার্দুল ঠাকুরকে দলে নিচ্ছে কেকেআর। পাশাপাশি ছেড়ে দেওয়া হচ্ছে দুই বিদেশি স্যাম বিলিংস ও প্যাট কামিন্সকে। শিবম মাভিকেও ছেড়ে দেওয়া হচ্ছে। তাঁদের বদলে আইপিএল নিলামে অন্য ক্রিকেটারদের নেওয়া হবে।

অন্যদিকে, রাজস্থান রয়্যালস সূত্রে খবর, ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দেওয়া হতে পারে। পাঞ্জাব কিংস ধরে রাখতে পারে শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ভানুকা রাজাপক্ষ, আর্শদীপ সিং, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, নাথান এলিস, রাহুল চাহার ও সন্দীপ শর্মাকে। সানরাইজার্স হায়দ্রাবাদ ধরে রাখতে পারে কেন উইলিয়ামসন, আবদুল সামাদ, এইডেন মার্করাম, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, নিকোলাস পুরান, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ও উমরান মালিককে। চেন্নাই সুপার কিংস ধরে রাখতে পারে মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, শিবম দুবে, রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, মুকেশ চৌধুরী, ডোয়েন প্রিটোরিয়াস ও দীপক চাহারকে।

আরও পড়ুন-

এবার আইপিএল-এ যোগ দিতে চান, টি-২০ বিশ্বকাপের পর জানালেন আদিল রশিদ

ভারতের প্রধান বোলাররা ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে বল করতে চাননি, দাবি শোয়েব মালিকের

T20 World Cup Final : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড