চেন্নাই সুপার কিংস সমর্থকদের কাছে 'থালা' নামে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। ধোনিকে ছাড়া সিএসকে দল ভাবাই যায় না।
শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে এবারের আইপিএল অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে প্রথম ম্যাচের আগেই অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। ধোনি অধিনায়কত্ব ছাড়ায় সিএসকে সমর্থকরা হতাশ। তাঁরা ধোনির জন্য হাহুতাশ করছেন। সিএসকে সমর্থকদের আশা ছিল, এবারও অধিনায়ক হিসেবে থাকবেন ধোনি। গত আইপিএল-এর পর হাঁটুর চোট সারানোর জন্য অস্ত্রোপচার করান এই তারকা। তিনি এবারের আইপিএল-এও সিএসকে-র প্রধান ভরসা। কিন্তু অধিনায়ক হিসেবে আর থাকছেন না ধোনি। তিনি সাধারণ ক্রিকেটার হিসেবেই দলে থাকছেন।
দ্বিতীয়বার সিএসকে-র অধিনায়কত্ব ছাড়লেন ধোনি
২০২২ সালের আইপিএল শুরু হওয়ার আগে সিএসকে-র অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি। তাঁর পরিবর্তে অধিনায়ক হন রবীন্দ্র জাডেজা। কিন্তু সিএসকে-র অধিনায়ক হিসেবে সাফল্য পাননি জাডেজা। ফলে ফের অধিনায়কের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ধোনি। ২০২৩ সালে তাঁর নেতৃত্বে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় সিএসকে। ফলে এবারও ধোনিই অধিনায়ক হিসবে থাকবেন বলে আশায় ছিলেন সিএসকে সমর্থকরা। কিন্তু তাঁদের হতাশ করলেন ধোনি।
এবারেই কি শেষ আইপিএল ধোনির?
২০২৩ সালের আইপিএল-এ পর ধোনি জানান, তিনি অবসর নিচ্ছেন না। অন্তত আর এক মরসুম খেলবেন। সেই ঘোষণা অনুযায়ী এবারও খেলছেন এই তারকা। তবে তিনি সিএসকে-র ভবিষ্যতের কথা ভাবছেন। সেই কারণেই রুতুরাজকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ধোনি। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের তারকা হয়ে উঠতে পারেন রুতুরাজ। এবারের আইপিএল তাঁর কাছে বড় পরীক্ষা। ২০১৯ থেকে ধোনির সতীর্থ হিসেবে খেলছেন রুতুরাজ। এবারও তিনি দল পরিচালনার ক্ষেত্রে ধোনির সাহায্য পাবেন। রুতুরাজ যাতে অধিনায়ক হিসেবে সাফল্য পান, সেটা নিশ্চিত করার চেষ্টা করবেন ধোনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: অধিনায়ক হিসেবে খেলছেন না ধোনি-রোহিত, আইপিএল-এ শুরু নতুন যুগ
IPL 2024: ধোনির পরিবর্তে চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়