
চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পাওয়া সহজ নয়। কিন্তু বুধবার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী খেলে সহজ জয় পেল পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সিএসকে-কে ৭ উইকেটে ১৬২ রানে আটকে রাখার পর ১৭.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিলেন স্যাম কারান, শশাঙ্ক সিংরা। এই জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৭ নম্বরে উঠে এল পাঞ্জাব। অঙ্কের বিচারে এখনও প্লে-অফের দৌড়ে পাঞ্জাব। অন্যদিকে, ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে থাকল সিএসকে।
বিফলে রুতুরাজের দুরন্ত ইনিংস
এদিন সিএসকে ইনিংসের শুরুটা দারুণভাবে করেন ওপেনার অজিঙ্কা রাহানে (২৯) ও রুতুরাজ গায়কোয়াড় (৬২)। ওপেনিং জুটিতে যোগ হয় ৬৪ রান। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি রুতুরাজ। দুর্দান্ত ইনিংস খেলে নির্বাচকদের জবাব দিলেন সিএসকে অধিনায়ক। তবে প্রথম বলেই আউট হয়ে যান শিবম দুবে (০)। মাত্র ২ রান করেন রবীন্দ্র জাডেজা। সমীর রিজভি করেন ২১ রান। মইন আলি করেন ১৫ রান। মহেন্দ্র সিং ধোনি করেন ১৪ রান। ১ রান করে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। পাঞ্জাবের হয়ে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন রাহুল চাহার। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন হরপ্রীত ব্রার। ২৩ রান দিয়ে ১ উইকেট নেন কাগিসো রাবাডা। ৫২ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং।
ভালো ব্যাটিং বেয়ারস্টো-রসুউয়ের
পাঞ্জাবের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই আউট হয়ে যান ওপেনার প্রভসিমরন সিং (১৩)। তবে অপর ওপেনার জনি বেয়ারস্টো ৩০ বলে ৪৬ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৩ বলে ৪৩ রান করেন রিলি রসুউ। ২৫ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক। ২০ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন কারান। সিএসকে-র হয়ে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন রিচার্ড গ্লিসন। ১৪ রান দিয়ে ১ উইকেট নেন শিবম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rinku Singh: তৈরি ছিল আতসবাজি-মিষ্টি, উৎসবের সুযোগই পেল না রিঙ্কু সিংয়ের পরিবার
T-20 বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, ১৫ জনের দলে বড় চমক পন্থ