আইপিএল-এ আরসিবি-র কাছে হারের পর রাগে ড্রেসিংরুমে টেলিভিশন সেট ভেঙেছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি?

ভারতীয় ক্রিকেট দল ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বরাবরই ঠান্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত। তিনি মাথা গরম করে টেলিভিশন সেট ভেঙে ফেলছেন, এই দৃশ্য কল্পনা করাও কষ্টকর।

Soumya Gangully | Published : Oct 3, 2024 3:41 PM IST / Updated: Oct 03 2024, 10:05 PM IST

২০২৪ সালের আইপিএল-এ লিগ পর্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর মেজাজ হারিয়ে ফেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি মাথা গরম করে ড্রেসিংরুমে ফেরার পথে টেলিভিশন সেট ভেঙে ফেলেছিলেন। এমনই দাবি করেছে কিছু সংবাদমাধ্যম। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের ফিল্ডিং কোচ টমি সিমসেক। তিনি বলেছেন, যতদিন সিএসকে-র সঙ্গে যুক্ত আছেন, তার মধ্যে কোনওদিন ধোনিকে মেজাজ হারাতে দেখেননি। যে ম্যাচে হারের পর ধোনি মেজাজ হারিয়েছিলেন বলে প্রচারিত হয়েছে, সেই ম্যাচে আরসিবি-র কাছে হেরে প্লে-অফের যোগ্যতা অর্জনের সুযোগ হারায় সিএসকে। এরপর ড্রেসিংরুমে ফেরার সময় ধোনি টেলিভিশন স্ক্রিনে ঘুঁষি মারেন বলে দাবি করছে বিভিন্ন মহল। তবে সোশ্যাল মিডিয়া পোস্টে সিএসকে-র ফিল্ডিং কোচ জানিয়েছেন, ‘এই খবরের কোনওরকম সত্যতা নেই।  এমএসডি কিছুই ভাঙেনি। আমি ওকে কোনওদিন ম্যাচের পর আগ্রাসী হয়ে উঠতে দেখিনি। ভুয়ো খবর।’

হরভজন সিংয়ের সাক্ষাৎকারে বিতর্ক

Latest Videos

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনির প্রাক্তন সতীর্থ হরভজন সিং দাবি করেছেন, আরসিবি-র কাছে হারের পর চরম হতাশ ও ক্ষুব্ধ ছিলেন ধোনি। তাঁর হতাশার বহিঃপ্রকাশ মাঠেই শেষ হয়নি। তিনি সিএসকে-র ড্রেসিংরুমের বাইরে রাখা টেলিভিশন স্ক্রিনে ঘুঁষি মারেন। হরভজনের এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরেই বিতর্ক তৈরি হয়েছে।

সিএসকে-আরসিবি ম্যাচে ঠিক কী হয়েছিল?

১৮ চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি-র কাছে ২৭ রানে হেরে যায় সিএসকে। সেই ম্যাচে ১৩ বলে ২৫ রান করেন ধোনি। ম্যাচ শেষ হওয়ার পর আরসিবি-র ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করেই মাঠ ছাড়েন ধোনি। এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়। কেউ ধোনির পক্ষে, আবার কেউ তাঁর বিপক্ষে কথা বলতে শুরু করেন। এবার এই বিতর্ক নতুন মাত্রা নিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আমার ছেলের ভারতরত্ন পাওয়া উচিত ছিল, জীবন নষ্ট করে দিয়েছে ধোনি,' ফের তোপ যুবরাজের বাবার

'বিরাটের বড় দাদা?' জাতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলা নিয়ে মুখ খুললেন ধোনি

২০২৫ সালের আইপিএল-এ 'আনক্যাপড প্লেয়ার' হিসেবে খেলবেন মহেন্দ্র সিং ধোনি?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখে নিন, পুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া! তোলপাড় করা আপডেট | West Bengal Weather Update
নোটিস থেকে সত্ত্বেও স্থগিত রাখা হলো রেজাল্ট! কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষোভে ফেটে পড়লো ছাত্ররা
সমাপ্ত হলো Nadia জেলার ১৫টি পুজো উদ্বোধন! ভার্চুয়ালি উদ্বোধন সারলেন Mamata| Shantipur News Today
থর থর করে কাঁপছে, সেতুতে বড় ফাটল! বিচ্ছিন্ন Nadia-Bardhaman যোগাযোগ ব্যবস্থা | Nadia News Today
'বিজেপি দেখলেই পুলিশের চুলকানি হয়', জামিন পেয়েই বিস্ফোরক রুপা গঙ্গোপাধ্যায় | Roopa Ganguly