সংক্ষিপ্ত
ভারতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়মিত আক্রমণ করেন প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। ফের ধোনিকে তোপ দেগেছেন যোগরাজ।
মহেন্দ্র সিং ধোনিকে ফের তোপ দাগলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তিনি বলেছেন, ‘আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। ওর আয়নায় নিজের মুখ দেখা উচিত। ও খুব ভালো ক্রিকেটার। আমি ওকে সেলাম জানাই। কিন্তু আমার ছেলের সঙ্গে ও যা করেছে তা ভোলা যাবে না। এখন সবকিছু প্রকাশ্যে আসছে। সেসব ভোলা যাবে না। ও আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে। আমার ছেলে আরও চার থেকে পাঁচ বছর খেলতে পারত। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, ওদের যুবরাজের মতো ছেলে হোক। গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহবাগও বলেছে, যুবরাজ সিংয়ের মতো আর কাউকে পাওয়া যাবে না। ক্যান্সার নিয়েও খেলে যাওয়া এবং দেশের জন্য বিশ্বকাপ জেতার জন্য ওকে ভারতরত্ন দেওয়া উচিত ছিল।’
ধোনির প্রতি ক্ষুব্ধ যুবরাজের বাবা
গত কয়েক বছর ধরে নিয়মিত ধোনিকে আক্রমণ করে চলেছেন যুবরাজের বাবা। তাঁর দাবি, ‘আমার রক্ত এখনও ফুটছে। ২০১৯ সালের বিশ্বকাপ সেমি-ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ভালো ব্যাটিং করেনি ধোনি। ও চাইছিল কিউয়িদের কাছে হেরে যাক ভারত। ওর নেতৃত্বে ২৮ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ও চায়নি অন্য কোনও অধিনায়ক বিশ্বকাপ চ্যাম্পিয়ন হোক।’ ধোনিকে আক্রমণ করে যোগরাজ আরও বলেন, ‘রবীন্দ্র জাডেজা ক্রিজের এক প্রান্তে ভালো ব্যাটিং করছিল। ও ভারতীয় দলকে লড়াইয়ে রেখেছিল। ধোনি ওর সহজাত দক্ষতা অনুযায়ী ব্যাটিং করেনি। ও যদি দক্ষতার ৪০ শতাংশ অনুযায়ীও খেলত, তাহলে আমরা ৪৮ ওভারের মধ্যেই ম্যাচ জিতে যেতাম। কিন্তু ধোনি ইচ্ছাকৃতভাবে ভারতীয় দলকে হারিয়ে দেয়। ও নিজে বড় শট খেলছিল না। জাডেজাকে গিয়ে বলছিল, তুই মার। ধোনি মিড অন, মিড অফ, মিড উইকেটের উপর দিয়ে শট খেলতে পারত। কিন্তু ও কোনও শটই খেলেনি। আমি বল ধরে ধরে বলে দিতে পারি, ধোনি কীভাবে ভারতীয় দলকে ডুবিয়েছে।’
আক্রমণের মুখে নীরব ধোনি
প্রাক্তন সতীর্থ যুবরাজের বাবা ক্রমাগত আক্রমণ করে চললেও, তাঁকে পাল্টা আক্রমণ করতে নারাজ ধোনি। তিনি এখনও পর্যন্ত যোগরাজের বিরুদ্ধে মুখ খোলেননি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ধোনি চাননি তাঁর কৃতিত্বে ভাগ বসান বিরাট, ২০১৯ বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক যোগরাজ
শুবমানের টেকনিকে উন্নতি করতে সাহায্য করেছেন যুবরাজ, জানালেন যোগরাজ
'বিরাটের বড় দাদা?' জাতীয় দলের হয়ে দীর্ঘদিন একসঙ্গে খেলা নিয়ে মুখ খুললেন ধোনি