১০ বছরের ব্যর্থতায় ইতি, মহিলাদের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় বাংলাদেশের

ভারত সফরে যখন বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা টেস্ট সিরিজের পর সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন বাংলাদেশের মহিলা ক্রিকেটাররা টি-২০ বিশ্বকাপে খেলছেন।

Soumya Gangully | Published : Oct 3, 2024 1:37 PM IST / Updated: Oct 03 2024, 08:23 PM IST

২০১৪ সালের এপ্রিলে মহিলাদের টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ১৭ রানে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। তারপর ১০ বছরেরও বেশি সময় মহিলাদের টি-২০ বিশ্বকাপে জয় অধরা ছিল। ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপে কোনও ম্যাচেই জয় পায়নি বাংলাদেশ। এই টুর্নামেন্টে টানা ১৬ ম্যাচে হেরে যায় বাংলাদেশ। বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে ব্যর্থতার পালা শেষ করে জয়ে ফিরল নিগার সুলতানা জ্যোতির দল। এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে দিল বাংলাদেশ। এখনও পর্যন্ত মহিলাদের টি-২০ বিশ্বকাপে ২২ ম্যাচ খেলে মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এবারই প্রথম মহিলাদের টি-২০ বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। বাংলাদেশের বিরুদ্ধে যথাসাধ্য লড়াই করে স্কটিশরা। কিন্তু বড় প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতার অভাবেই হেরে গেল স্কটল্যান্ড।

সাথী-শোভানার লড়াইয়ে জয় বাংলাদেশের

Latest Videos

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সুলতানা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে বাংলাদেশ। সর্বাধিক ৩৬ রান করেন শোভানা মোস্তারি। ওপেনার সাথী রানি করেন ২৯ রান। সুলতানা করেন ১৮ রান। ওপেনার মুর্শিদা খাতুন করেন ১২ রান। ১০ রান করে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। স্কটল্যান্ডের হয়ে ২ ওভার বোলিং করে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন সাসকিয়া হর্লি। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১০৩ রান করেই থেমে গেল স্কটল্যান্ড। ৪৯ রান করে অপরাজিত থাকেন ওপেনার সারা ব্রাইস। অন্য ব্যাটাররা বিশেষ লড়াই করতে পারেননি। বাংলাদেশের হয়ে ১৫ রান দিয়ে ২ উইকেট নেন রিতু মণি।

এক দশক পর জয় পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ

১০ বছর পর মহিলাদের টি-২০ বিশ্বকাপে জয় পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ শিবির। সুলতানা জানিয়েছেন, ছন্দ ধরে রাখাই তাঁদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে আমরা তৈরি হয়ে যাব,' আত্মবিশ্বাসী স্মৃতি

মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপে ভারতের প্রতিপক্ষ কারা? কবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই?

'রোহিত শর্মা অনুপ্রেরণা,' মহিলাদের টি-২০ বিশ্বকাপের আগে বার্তা শেফালি ভার্মার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মা যেন অভয়া শক্তিরুপে পশ্চিমবঙ্গের অসুরদের শেষ করে' প্রার্থনা শুভেন্দুর | Suvendu Adhikari
নোটিস থেকে সত্ত্বেও স্থগিত রাখা হলো রেজাল্ট! কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে ক্ষোভে ফেটে পড়লো ছাত্ররা
Rupa Ganguly-র গ্রেফতারির তীব্র ধিক্কার Agnimitra Paul-এর, কী বললেন দেখুন | Bansdroni Accident News
দূর্গা পূজোর আগে কড়া পরিদর্শনে কলকাতা পুলিশের নগরপাল Manoj Verma, নিরাপত্তা ব্যবস্থা সর্বাধিক
এ কী অবস্থা! মহালয়ার সন্ধা থেকেই উপচে পড়া ভিড় কল্যাণীর আইটিআই লুমিনাস ক্লাবে | Kalyani ITI