চলতি আইপিএল-এ সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এই ২ দলই পয়েন্ট তালিকায় বাকি দলগুলির চেয়ে অনেকটা এগিয়ে।
চলতি আইপিএল-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসকে ২০ রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্সকে সুবিধা পাইয়ে দিল দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে জয় পেলেই ১৮ পয়েন্ট নিয়ে কেকেআর-কে টপকে ফের শীর্ষে চলে যেত রাজস্থান। কিন্তু এদিন দিল্লি জয় পাওয়ায় শীর্ষেই থাকল কেকেআর। ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে দিল্লি। এখন ঋষভ পন্থরাও প্লে-অফের যোগ্যতা অর্জন করার লড়াইয়ে ভালো জায়গায় পৌঁছে গেলেন। কেকেআর ও রাজস্থানের প্লে-অফের যোগ্যতা অর্জন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। বাকি ২ স্থানের জন্য লড়াইয়ে আছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
অভিষেক পোড়েলের দুর্দান্ত ইনিংস
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২২১ রান করে দিল্লি। ব্যাটিং ওপেন করতে নেমে ৩৬ বলে ৬৫ রানের অসাধারণ ইনিংস খেলেন বাংলার তরুণ ব্যাটার অভিষেক পোড়েল। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার জেক ফ্রেজার-ম্যাকগার্ক ২০ বলে ৫০ রান করেন। তাঁর ইনিংসেও ছিল ৭টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি। ২০ বলে ৪১ রান করেন ট্রিস্টান স্টাবস। রাজস্থানের হয়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।
বিফলে সঞ্জু স্যামসনের লড়াই
বিশাল স্কোর তাড়া করতে নেমে রাজস্থানের হয়ে একাই লড়াই করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৬ বলে ৮৬ রান করেন এই তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি। দিল্লির হয়ে ২ উইকেট করে নেন খলিল আহমেদ, মুকেশ কুমার ও কুলদীপ যাদব। ১ উইকেট করে নেন অক্ষর প্যাটেল ও রাসিক দার সালাম। ৮ উইকেটে ২০১ রান করেই থেমে গেল রাজস্থান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Kolkata Knight Riders: প্রাকৃতিক দুর্যোগে বিমান বিভ্রাট, কাশী বিশ্বনাথ দর্শনে কেকেআর
Jasprit Bumrah: টি-২০ বিশ্বকাপের আগে জসপ্রীত বুমরাকে বিশ্রাম দিচ্ছে না মুম্বই ইন্ডিয়ানস!
IPL 2024: সূর্যকুমারের অপরাজিত শতরান, হায়দরাবাদের বিরুদ্ধে সহজ জয় মুম্বইয়ের