রবিবার এবারের আইপিএল ফাইনাল। দলগত পুরস্কারের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের দিকেও ক্রিকেটপ্রেমীদের নজর থাকছে। চ্যাম্পিয়ন হলে বিপুল অর্থ পাবে কলকাতা নাইট রাইডার্স।
গত ১৬ বছরে আইপিএল-এ পুরস্কারমূল্য বেড়েছে কয়েক গুন। ২০০৮ সালে প্রথম আইপিএল চ্যাম্পিয়ন হয়ে রাজস্থান রয়্যালস পেয়েছিল ৪.৮ কোটি টাকা। রানার্স হয়ে চেন্নাই সুপার কিংস পেয়েছিল ২.৪ কোটি টাকা। এবারের আইপিএল-এ চ্যাম্পিয়ন দল পাচ্ছে ২০ কোটি টাকা। রানার্স দল পাবে ১৩ কোটি টাকা। এবারের আইপিএল-এ মোট ৪৬.৫ কোটি টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। চ্যাম্পিয়ন, রানার্স, প্লে-অফের যোগ্যতা অর্জন করা দলগুলির পাশাপাশি অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ জেতা ক্রিকেটাররাও আর্থিক পুরস্কার পেতে চলেছেন। তৃতীয় স্থান পাওয়া দল রাজস্থান রয়্যালস পেতে চলেছে ৭ কোটি টাকা। চতুর্থ স্থান পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেতে চলেছে ৬.৫ কোটি টাকা।
কত টাকা পাবেন বিরাট কোহলিরা?
চলতি আইপিএল-এ ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপ জেতা নিশ্চিত করে ফেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। ২৪ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতার দৌড়ে সবার আগে পাঞ্জাব কিংসের পেসার হর্ষল প্যাটেল। অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ জেতা ক্রিকেটাররা ১৫ লক্ষ টাকা করে পাবেন। 'ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার' পাবেন ২০ লক্ষ টাকা। 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন' পাবেন ১২ লক্ষ টাকা।
তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে কেকেআর
২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদ। এবার তৃতীয় খেতাবের লক্ষ্যে খেলতে নামছে কেকেআর। দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে হায়দরাবাদ। রবিবার চিপকে দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। সুনীল নারিন, আন্দ্রে রাসেলরা ১০ বছর পর কেকেআর-কে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে খেলতে নামছেন। প্যাট কামিন্স, ট্রেভিস হেডরাও অবশ্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024 Final: বিরাটের অরেঞ্জ ক্যাপ জেতা নিশ্চিত, পার্পল ক্যাপের লড়াইয়ে বরুণ চক্রবর্তী
Gautam Gambhir: কেকেআর ছেড়ে জাতীয় দলের কোচ হবেন গম্ভীর? শাহরুখের দিকে তাকিয়ে বিসিসিআই
IPL Final 2024 KKR vs SRH: ঘূর্ণিঝড়ের প্রভাবে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে কে চ্যাম্পিয়ন হবে?