- Home
- Sports
- Cricket
- IPL 2024 Final: বিরাটের অরেঞ্জ ক্যাপ জেতা নিশ্চিত, পার্পল ক্যাপের লড়াইয়ে বরুণ চক্রবর্তী
IPL 2024 Final: বিরাটের অরেঞ্জ ক্যাপ জেতা নিশ্চিত, পার্পল ক্যাপের লড়াইয়ে বরুণ চক্রবর্তী
রবিবার আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয়বার খেতাব জয়ের লক্ষ্যে খেলতে নামছে কেকেআর। দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন লক্ষ্যে হায়দরাবাদ। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের দিকেও নজর থাকছে।
- FB
- TW
- Linkdin
আইপিএল-এ ফের অরেঞ্জ ক্যাপ জিততে চলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলি
এবারের আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি সবচেয়ে বেশি রান করেছেন।
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত একমাত্র ব্যাটার হিসেবে ৭০০ রান করেছেন বিরাট কোহলি
চলতি আইপিএল-এ ১৫ ম্যাচ খেলে ৭৪১ রান করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিংয়ের গড় ৬১। অন্য কোনও ব্যাটার এখনও পর্যন্ত ৬০০ রানই করতে পারেননি।
এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শতরানও করেছেন বিরাট কোহলি
চলতি আইপিএল-এ বিরাট কোহলির সর্বাধিক স্কোর অপরাজিত ১১৩। অসাধারণ ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করতে সাহায্য করেন বিরাট।
এবারের আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ জেতার ক্ষেত্রে বিরাট কোহলির নিকটতম প্রতিদ্বন্দ্বী রুতুরাজ গায়কোয়াড়
এবারের আইপিএল-এ ১৪ ম্যাচ খেলে ৫৮৩ রান করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি সিএসকে। ফলে অরেঞ্জ ক্যাপ জেতার ক্ষেত্রে বিরাটের প্রতিদ্বন্দ্বী কেউ নেই। সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রেভিস হেড অনেক পিছিয়ে।
এবারের আইপিএল-এ সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দৌড়ে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ২০ উইকেট নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। রবিবার ফাইনালে ৫ উইকেট নিতে পারলে পার্পল ক্যাপ জিতবেন তিনি।
এবারের আইপিএল-এ পার্পল ক্যাপ জেতার দৌড়ে সবার আগে পাঞ্জাব কিংসের পেসার হর্ষল প্যাটেল
এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ২৪ উইকেট নিয়ে সবার আগে পাঞ্জাব কিংসের পেসার হর্ষল প্যাটেল। তিনিই অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে এগিয়ে।