
২০০৮ সালে প্রথমবার চিপকে জয় পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেটাই এখনও পর্যন্ত শেষ জয়। আইপিএল-এর উদ্বোধনী মরসুমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পায় আরসিবি। তারপর থেকেই চিপকে জয় অধরা। ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধে ৭ ম্যাচে জয় পেয়েছে সিএসকে। ফলে শুক্রবার এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচ খেলতে নামার আগে মানসিকভাবে এগিয়ে রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনিরা। তবে এবার চিপকে রেকর্ড বদলাতে মরিয়া ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা। প্রথম আইপিএল-এ তাঁরা যেভাবে সিএসকে-র বিরুদ্ধে জয় পেয়েছিলেন, এবারও সেই পারফরম্যান্সই দেখাতে চান। সিএসকে-র অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে রুতুরাজ চাপে থাকবেন। এই সুযোগই কাজে লাগাতে চান বিরাটরা।
চিপকে ১৬ বছরের জয়ের খরা আরসিবি-র
২০০৮ সালে আইপিএল-এ সিএসকে-র বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪ রানে জয় পায় আরসিবি। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান করে আরসিবি। ৩৯ বলে ৪৭ রান করেন রাহুল দ্রাবিড়। জবাবে ৮ উইকেটে ১১২ রান করেই থেমে যায় সিএসকে। ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন অনিল কুম্বলে। শুক্রবার সেই ম্যাচেরই পুনরাবৃত্তির লক্ষ্যে বিরাটরা।
আইপিএল-এ সিএসকে-র বিরুদ্ধে খারাপ রেকর্ড আরসিবি-র
আইপিএল-এ এখনও পর্যন্ত ৩১ বার সিএসকে-র মুখোমুখি হয়েছে আরসিবি। এর মধ্যে ২০ ম্যাচে জয় পেয়েছে সিএসকে। ১০ ম্যাচে জয় পেয়েছে আরসিবি। একটি ম্যাচের ফল নির্ধারণ করা যায়নি। চিপকে গত মরসুমের লড়াইয়ে ৮ রানে জয় পান ধোনিরা। সেই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন ডেভন কনওয়ে। এবার চিপকে জয়ের খরা কাটানোর লক্ষ্যে বিশেষ পরিকল্পনা করে খেলতে নামছে আরসিবি। আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে জয় পেতে মরিয়া বিরাটরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরলেন রাজস্থান রয়্যালসের অ্যাডাম জাম্পা
MS Dhoni: অধিনায়কত্ব ছাড়লেন ধোনি, আবেগপ্রবণ চেন্নাই সুপার কিংস সমর্থকরা
IPL 2024: অধিনায়ক হিসেবে খেলছেন না ধোনি-রোহিত, আইপিএল-এ শুরু নতুন যুগ