সংক্ষিপ্ত
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স মাঝারি মানের। গতবারের চ্যাম্পিয়নরা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না।
চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পাওয়া সহজ নয়। কিন্তু বুধবার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী খেলে সহজ জয় পেল পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সিএসকে-কে ৭ উইকেটে ১৬২ রানে আটকে রাখার পর ১৭.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিলেন স্যাম কারান, শশাঙ্ক সিংরা। এই জয়ের ফলে ১০ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৭ নম্বরে উঠে এল পাঞ্জাব। অঙ্কের বিচারে এখনও প্লে-অফের দৌড়ে পাঞ্জাব। অন্যদিকে, ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৪ নম্বরে থাকল সিএসকে।
বিফলে রুতুরাজের দুরন্ত ইনিংস
এদিন সিএসকে ইনিংসের শুরুটা দারুণভাবে করেন ওপেনার অজিঙ্কা রাহানে (২৯) ও রুতুরাজ গায়কোয়াড় (৬২)। ওপেনিং জুটিতে যোগ হয় ৬৪ রান। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাননি রুতুরাজ। দুর্দান্ত ইনিংস খেলে নির্বাচকদের জবাব দিলেন সিএসকে অধিনায়ক। তবে প্রথম বলেই আউট হয়ে যান শিবম দুবে (০)। মাত্র ২ রান করেন রবীন্দ্র জাডেজা। সমীর রিজভি করেন ২১ রান। মইন আলি করেন ১৫ রান। মহেন্দ্র সিং ধোনি করেন ১৪ রান। ১ রান করে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। পাঞ্জাবের হয়ে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন রাহুল চাহার। ১৭ রান দিয়ে ২ উইকেট নেন হরপ্রীত ব্রার। ২৩ রান দিয়ে ১ উইকেট নেন কাগিসো রাবাডা। ৫২ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং।
ভালো ব্যাটিং বেয়ারস্টো-রসুউয়ের
পাঞ্জাবের ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলেই আউট হয়ে যান ওপেনার প্রভসিমরন সিং (১৩)। তবে অপর ওপেনার জনি বেয়ারস্টো ৩০ বলে ৪৬ রান করেন। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ২৩ বলে ৪৩ রান করেন রিলি রসুউ। ২৫ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক। ২০ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন কারান। সিএসকে-র হয়ে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন শার্দুল ঠাকুর। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন রিচার্ড গ্লিসন। ১৪ রান দিয়ে ১ উইকেট নেন শিবম।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Rinku Singh: তৈরি ছিল আতসবাজি-মিষ্টি, উৎসবের সুযোগই পেল না রিঙ্কু সিংয়ের পরিবার