IPL 2024: ১৭ বলে অর্ধশতরান! মুম্বইকে দ্বিতীয় জয় এনে দিলেন সূর্যকুমার

Published : Apr 11, 2024, 11:14 PM ISTUpdated : Apr 11, 2024, 11:47 PM IST
Suryakumar Yadav

সংক্ষিপ্ত

প্রাথমিক ধাক্কা কাটিয়ে চলতি আইপিএল-এ ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ানস। পরপর ২ ম্যাচ জিতে লিগ টেবলে উপরের দিকে যাওয়ার লড়াইয়ে থাকল ৫ বারের চ্যাম্পিয়নরা।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটে উড়িয়ে পরপর ২ ম্যাচে জয় পেল মুম্বই ইন্ডিয়ানস। ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলারদের ব্যর্থতায় ষষ্ঠ ম্যাচে পঞ্চম হারের মুখ দেখল আরসিবি। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৯৬ রান করে আরসিবি। ২৭ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ানস। ওভার-বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁকে এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামেই দর্শকদের ব্যঙ্গের মুখে পড়তে হয়েছিল। তবে দলকে জিতিয়ে সেই দর্শকদেরই সাধুবাদ পেলেন এই অলরাউন্ডার।

সূর্যকুমার-ঈশানের বিস্ফোরক ইনিংস

মুম্বই ইন্ডিয়ানসের হয়ে অসামান্য ব্যাটিং করলেন ওপেনার ঈশান কিষান ও মিডল অর্ডারের তারকা সূর্যকুমার যাদব। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাও ভালো ব্যাটিং করেন। বর্তমান অধিনায়ক হার্দিক, তরুণ তারকা তিলক ভার্মাও দলকে জয় পেতে সাহায্য করলেন। ৩৪ বলে ৬৯ রান করেন ঈশান। তাঁর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। ২৪ বলে ৩৮ রান করেন রোহিত। ১৯ বলে ৫২ রান করেন সূর্যকুমার। তিনি ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ১৭ বলে ৫০ রান পূর্ণ করেন সূর্যকুমার। ৬ বলে ২১ রান করে অপরাজিত থাকেন হার্দিক। ১০ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন তিলক।

ভালো ব্যাটিং করেও জয় অধরা আরসিবি-র

আরসিবি-র হয়ে ৪০ বলে ৬১ রান করে অধিনায়ক ফাফ ডু প্লেসি। ২৬ বলে ৫০ রান করেন রজত পতিদার। ২৩ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। অন্য কোনও ব্যাটার অবশ্য ২ অঙ্কের রান করতে পারেননি। ৩ রান করেই আউট হয়ে যান বিরাট কোহলি। মুম্বইয়ের হয়ে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন জসপ্রীত বুমরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Hardik Pandya: ৪.৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার হার্দিক পান্ডিয়ার সৎ ভাই

Rohit Sharma: নিজে গাড়ি চালিয়ে রোহিত শর্মাকে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আকাশ আম্বানি, ভাইরাল ভিডিও

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?