Hardik Pandya: ৪.৩ কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার হার্দিক পান্ডিয়ার সৎ ভাই

Published : Apr 11, 2024, 03:41 PM ISTUpdated : Apr 11, 2024, 04:30 PM IST
Hardik Pandya

সংক্ষিপ্ত

মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সময়টা ভালো যাচ্ছে না। মাঠে যেমন তিনি সমস্যায় পড়ছেন, তেমনই মাঠের বাইরে ক্রিকেট-বহির্ভূত কারণেও সমস্যা দেখা যাচ্ছে।

৪.৩ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়ার সৎ ভাই বৈভব পান্ডিয়া। ব্যবসা সংক্রান্ত বিষয়ে হার্দিক ও ক্রুণালের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে বৈভবের বিরুদ্ধে। বুধবার তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের আর্থিক অপরাধ শাখা। তদন্তকারীরা জানিয়েছেন, ২০২১ সালে হার্দিক ও ক্রুণালের সঙ্গে যৌথ উদ্যোগে একটি পলিমার সংস্থা গড়েন বৈভব। এই সংস্থায় হার্দিক ও ক্রুণালের ৪০ শতাংশ করে অংশীদারিত্ব ছিল। একই অনুপাতে সংস্থার লভ্যাংশ ভাগ করে নেওয়ার কথা ঠিক হয়েছিল। কিন্তু চুক্তি লঙ্ঘন করেন বৈভব। তিনি পলিমার সংস্থার লভ্যাংশ অন্য একটি সংস্থায় স্থানান্তরিত করেন। ফলে হার্দিক ও ক্রুণালের ৪.৩ কোটি টাকা ক্ষতি হয়। এই কারণেই তাঁরা মুম্বই পুলিশে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতেই বৈভবকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

আর্থিক প্রতারণার অভিযোগে মামলা

মুম্বই পুলিশের আর্থিক অপরাধ শাখার এক আধিকারিক জানিয়েছেন, 'বৈভব পান্ডিয়ার সঙ্গে মিলে হার্দিক পান্ডিয়া ও ক্রুণাল পান্ডিয়া যে সংস্থা গড়েন, তাতে এই দুই ক্রিকেটারের ৪০ শতাংশ করে শেয়ার ছিল। বৈভবের ২০ শতাংশ শেয়ার ছিল। কিন্তু তিনি হার্দিক ও ক্রুণালের অজান্তে অন্য একটি সংস্থা গড়েন। এরপর তিনি নিজের শেয়ারের অংশ ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৩ শতাংশ করে নেন। নিজের সংস্থায় লভ্যাংশ সরিয়ে ফেলেন বৈভব। ফলে হার্দিক ও ক্রুণালের লাভের পরিমাণ কমতে থাকেন। শেষপর্যন্ত বৈভবের প্রতারণা ধরা পড়ে গিয়েছে।'

আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে প্রস্তুতিতে হার্দিক

বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ানস। গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হার্দিকরা। পরপর ম্যাচ জেতাই তাঁদের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rohit Sharma: নিজে গাড়ি চালিয়ে রোহিত শর্মাকে নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আকাশ আম্বানি, ভাইরাল ভিডিও

MS Dhoni: ধোনির সঙ্গে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ব্যবসার প্রাক্তন সঙ্গী

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?
IND vs SA: অধিনায়ক কেএল রাহুল এবং ভারতীয় দলকে জরিমানা আইসিসির, আসল কারণ কী?