IPL 2024: ১৫ মাস পর পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন, ১০০ শতাংশ দিতে তৈরি ঋষভ পন্থ

২০২৩ সালের আইপিএল-এর সময় দর্শকের ভূমিকায় থাকতে হয়েছিল। তবে এবার চোট সারিয়ে মাঠে ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ।

Soumya Gangully | Published : Mar 22, 2024 11:03 AM IST / Updated: Mar 22 2024, 05:42 PM IST

১৫ মাস পর পেশাদার ক্রিকেটে ফিরছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। তার আগে বিশাখাপত্তনমে প্রস্তুতি শিবিরে যোগ দেন ঋষভ। সেখানেই তিনি বলেছেন, ‘আমি একটু ভয় পাচ্ছি। তবে একইসঙ্গে আমি উত্তেজিত। পেশাদার ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে পারছি বলে আনন্দও হচ্ছে। আমি আগামিকাল প্রথম ম্যাচ খেলার দিকে তাকিয়ে আছি। আমি যখনই মাঠে নামি, প্রতিবার অন্যরকম অনুভূতি হয়। আমি অনুশীলনে যত বেশিক্ষণ সম্ভব ব্যাটিং করার চেষ্টা করছিলাম। প্রতিদিন উন্নতি করার চেষ্টা করছিলাম। আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবছি না। প্রতিদিনের জন্য আলাদা পরিকল্পনা করছি। আমার ১০০ শতাংশ দেওয়াই লক্ষ্য।’

আইপিএল উপভোগ করতে চান ঋষভ

এবারের আইপিএল প্রসঙ্গে ঋষভ বলেছেন, ‘আমাদের দলের সবার সঙ্গে যে আলোচনা চলছে তা অত্যন্ত সহজ-সরল। আমরা মাঠে নেমে খেলা উপভোগ করতে চাই। কোনও কিছুই জটিল করে তুলতে চাই না।’

দল নিয়ে আশাবাদী রিকি পন্টিং

এবারের আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের প্রস্তুতি সম্পর্কে প্রধান কোচ রিকি পন্টিং বলেছেন, ‘এ বছর আমাদের দল দুর্দান্ত। কেউ যেন আমাদের দুর্বল ভাবার ভুল না করে। আমাদের প্রস্তুতি যথাযথ হয়েছে। আমরা শেষমুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছি। কাল ম্যাচ জেতার মতো পারফরম্যান্স দেখাতে পারব বলেই আশা করছি।’

ঋষভকে নিয়ে আশাবাদী পন্টিং

দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভের প্রত্যাবর্তন সম্পর্কে পন্টিং বলেছেন, ‘আমাদের আইপিএল অভিযান শুরু হতে চলেছে। এবারের আইপিএল শুরু হওয়ার আগে আমরা ভালো জায়গায় আছি। দলে যখন অধিনায়ক ফিরে আসে, তখন আকর্ষণ বেড়ে যায়। ও আমাদের নেতা। ও এই ফ্র্যাঞ্চাইজির হৃৎস্পন্দন। ও ফিরে আসায় আমাদের দল অনেক শক্তিশালী হয়ে উঠেছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: রাজস্থান রয়্যালসে অ্যাডাম জাম্পার পরিবর্তে তনুশ কোটিয়ান

IPL 2024: উপহার পেলেন অযোধ্যার রাম মন্দিরের রেপ্লিকা, উচ্ছ্বসিত ডেভিড ওয়ার্নার, ভাইরাল ভিডিও

IPL 2024: লক্ষ্য টি-২০ বিশ্বকাপ, কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬০০ রান করতে চান নীতীশ রানা

Read more Articles on
Share this article
click me!