সংক্ষিপ্ত
গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন নীতীশ রানা। এবার অবশ্য শ্রেয়াস আইয়ার ফিট হয়ে ওঠায় অধিনায়কত্ব হারিয়েছেন নীতীশ। তিনি সাধারণ ক্রিকেটার হিসেবে দলে আছেন।
এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিতে মরিয়া নীতীশ রানা। কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ব্যাটার এবার অন্তত ৬০০ রান করতে চান। জাতীয় দলের হয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি নীতীশ। ২০২১ সালে শ্রীলঙ্কা সফরে কলম্বোর আর প্রমোদাসা স্টেডিয়ামে ভারতীয় দলের হয়ে ২টি টি-২০ ও ১টি ওডিআই ম্যাচ খেলেন এই ব্যাটার। তবে কোনও ম্যাচেই ২ অঙ্কের রান করতে পারেননি নীতীশ। তিনি এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে নীতীশের থাকার সম্ভাবনা নেই। তবে হাল ছাড়তে নারাজ এই ব্যাটার। আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজর কেড়ে নিতে চান নীতীশ।
জাতীয় দলে জায়গা ফিরে পাওয়ার লক্ষ্যে নীতীশ
গত ৩ বছরে ক্রিকেটের ৩ ফর্ম্যাটেই জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন অনেক ক্রিকেটার। কিন্তু ৩ বছর আগে শ্রীলঙ্কা সফরে ব্যর্থতার পর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি নীতীশ। এবার অবশ্য লড়াই করে জাতীয় দলে জায়গা ফিরে পেতে চান এই ব্যাটার। শনিবার ইডেন গার্ডেন্সে এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। প্রথম ম্যাচে নীতীশদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচ থেকেই ভালো পারফরম্যান্সের লক্ষ্যে নীতীশ।
আইপিএল-এ নতুন লক্ষ্যে নীতীশ
এবারের আইপিএল-এ নিজের লক্ষ্য সম্পর্কে নীতীশ বলেছেন, ‘সবাই দেশের হয়ে খেলতে চায়। অনেক খেলোয়াড়েরই মাথায় এটা থাকে। তবে আমাদের বর্তমান পরিস্থিতি বিবেচনা করতে হবে। আমিও টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে নির্বাচিত হতে চাই। কিন্তু এই মুহূর্তে আমি শুধু আইপিএল নিয়েই ভাবছি। আমার বিশ্বাস, এই টুর্নামেন্টে ৬০০ রান করতে পারব। আমি সেই লক্ষ্যেই খেলতে নামছি।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: দীর্ঘদিন পর ধোনির সঙ্গে দেখা, আইপিএল-এর উদ্বোধনী ম্যাচের আগে উজ্জীবিত বিরাট
IPL 2024: চিপকে জয়ের খরা কাটাতে পারবেন ফাফ ডু প্লেসি, বিরাট কোহলিরা?
IPL 2024: ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরলেন রাজস্থান রয়্যালসের অ্যাডাম জাম্পা