IPL 2024: প্লে-অফ নিশ্চিত, পাঞ্জাবকে হারিয়ে প্রথম ২ দলের মধ্যে থাকার লক্ষ্যে রাজস্থান

Published : May 15, 2024, 04:40 PM ISTUpdated : May 15, 2024, 05:20 PM IST
Rajasthan Royals

সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে সঞ্জু স্যামসনের দল। বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়ে অবস্থান ধরে রাখার লক্ষ্যে রাজস্থান।

বুধবার গুয়াহাটিতে আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। ইতিমধ্যেই চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে রাজস্থান। ১২ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট পেয়েছেন সঞ্জু স্যামসনরা। অন্যদিকে, ১২ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে সবার শেষে পাঞ্জাব। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব। গত কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি রাজস্থান। বুধবার পাঞ্জাবকে হারিয়ে প্লে-অফের আগে ফর্মে ফেরাই সঞ্জু, যশস্বী জয়সোয়ালদের লক্ষ্য। এই ম্যাচে জয় পেলে ১৩ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে প্রথম ২ দলের মধ্যে থাকা নিশ্চিত করবে রাজস্থান। ফলে কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হবে কেকেআর ও রাজস্থান।

ফর্মে ফেরার লক্ষ্যে রাজস্থান

চলতি আইপিএল-এর শুরুটা দারুণভাবে করেছিল রাজস্থান। প্রথম ৯ ম্যাচের মধ্যে ৮ ম্যাচেই জয় পান সঞ্জুরা। কিন্তু গত ৩ ম্যাচে হেরে গিয়েছে রাজস্থান। ফলে এবার ফর্মে ফেরাই সঞ্জুদের লক্ষ্য। তবে পাঞ্জাবের মুখোমুখি হওয়ার আগে মোটেই স্বস্তিতে নেই রাজস্থান। জাতীয় দলে যোগ দিতে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন জস বাটলার। ফলে রাজস্থানের ব্যাটিং বিভাগের শক্তি কমে গিয়েছে। এই পরিস্থিতিতে বাড়তি দায়িত্ব নিতে হবে সঞ্জু, যশস্বীকে। তবে রাজস্থানের স্বস্তির ব্যাপার হল, পাঞ্জাবও ভালো ফর্মে নেই। গত ৭ ম্যাচের মধ্যে ২ ম্যাচে জয় পেয়েছে রাজস্থান। বুধবার সম্মানরক্ষার লড়াইয়ে নামছেন স্যাম কারানরা।

২ দলেই নেই কয়েকজন তারকা

বুধবারের ম্যাচে রাজস্থান যেমন বাটলারকে পাচ্ছে না রাজস্থান, তেমনই লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডাকে পাচ্ছে না পাঞ্জাব। টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে গিয়েছেন এই ক্রিকেটাররা। তবে পাঞ্জাবের পক্ষে ভালো খবর, চোট সারিয়ে দলে ফিরেছেন শশাঙ্ক সিং। বাটলারের পরিবর্তে টম কোহলার ক্যাডমোরকে খেলার সুযোগ দিতে পারে রাজস্থান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Playoffs: লখনউকে হারিয়ে আরসিবি-কে অক্সিজেন দিল দিল্লি, বাকি দলগুলি কোন জায়গায়?

IPL 2024: বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, প্রথম ২ দলের মধ্যেই থাকছে কেকেআর

IPL 2024: জাতীয় দলে যোগ দিতে চলে গেলেন বাটলার, জ্যাকস, চাপে রাজস্থান, আরসিবি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে