ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা কি মুম্বই ইন্ডিয়ানসে ব্রাত্য হয়ে পড়েছেন? তিনি কি পরের আইপিএল-এ অন্য কোনও দলে যোগ দেওয়ার কথা ভাবছেন? এ বিষয়ে মুখ খুললেন প্রাক্তন সতীর্থ অম্বাতি রায়াডু।
মুম্বই ইন্ডিয়ানসে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়াডু। মুম্বই ইন্ডিয়ানস ও জাতীয় দলে রোহিতের সঙ্গে খেলেছেন রায়াডু। ফলে তিনি মুম্বই ইন্ডিয়ানসের প্রাক্তন অধিনায়ককে কাছ থেকে দেখেছেন। হার্দিকের সঙ্গেও খেলেছেন রায়াডু। তবে তিনি এই বিতর্কে রোহিতের পাশেই দাঁড়িয়েছেন। আইপিএল-এর সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রায়াডু বলেছেন, ‘রোহিত কী করবে সে ব্যাপারে ও নিজেই সিদ্ধান্ত নেবে। ও যেখানে যেতে চায় সেখানেই যাবে। সব দলই ওকে নিতে চাইবে। সবাই ওকে অধিনায়ক হিসেবে দলে পেতে চাইবে। রোহিত কোন দলের হয়ে খেলবে সেটা ও ঠিক করবে। আমি নিশ্চিত, মুম্বই ইন্ডিায়নসের চেয়ে ভালো ব্যবহার পাবে এমন কোনও ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলতে চাইবে রোহিত।’
আগামী আইপিএল-এ লখনউয়ে রোহিত?
এবারের আইপিএল-এর পর রোহিত যদি সত্যিই মুম্বই ইন্ডিয়ানসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে কি তিনি লখনউ সুপার জায়ান্টসে যোগ দেবেন? এই সম্ভাবনা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে। লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে রোহিতকে দলে নেওয়ার ইচ্ছা প্রকাশও করা হয়েছে। সম্প্রতি এই ফ্র্যাঞ্চাইজির ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের জবাবে প্রধান কোচ অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার জাস্টিন ল্যাঙ্গার বলেছেন, ‘রোহিত শর্মা? হাহাহা। আমরা ওকে মুম্বই থেকে আমাদের দলে নেব। এ বিষয়ে আপনাদের মধ্যস্থতা করতে হবে।’
আইপিএল নিলামে থাকবেন রোহিত?
১৬ এপ্রিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির কর্ণধারদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিসিআই কর্তারা। এই বৈঠকে আগামী মরসুমের আইপিএল-এর আগে মেগা নিলাম নিয়ে আলোচনা হতে পারে। রোহিতকে যদি মুম্বই ইন্ডিয়ানস ধরে রাখতে না পারে, তাহলে এই তারকা ব্যাটারকে নিয়ে নিলামে জোর লড়াই দেখা যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: শেষ বলে নিষ্পত্তি, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানে জয় সানরাইজার্স হায়দরাবাদের
Ravindra Jadeja: কেকেআর-এর বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স, আইপিএল-এ নতুন ইতিহাস জাডেজার
IPL 2024: রোমারিও শেফার্ডের বিস্ফোরক ব্যাটিং, প্রথম জয় মুম্বই ইন্ডিয়ানসের