MS Dhoni: আরসিবি ম্যাচের আগে নেটে বোলিং অনুশীলন ধোনির, ভাইরাল ভিডিও

শনিবার চলতি আইপিএল-এ লিগ পর্যায়ে শেষ ম্যাচ খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে এই ম্যাচ জিততেই হবে রুতুরাজ গায়কোয়াড়দের।

শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কার্যত নক-আউট ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস। যে দল এই ম্যাচে জয় পাবে তারাই প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএসকে। বৃহস্পতিবার নেটে অনুশীলনের সময় স্পিন-বোলিং করতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। চলতি আইপিএল-এ সিএসকে-র সব ম্যাচেই উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলেছেন ধোনি। কোনও ম্যাচেই তাঁকে বোলিং করতে দেখা যায়নি। আরসিবি-র বিরুদ্ধেও নিশ্চিত বোলিং করবেন না ধোনি। তবে হাল্কা মেজাজে বোলিং অনুশীলন চালিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি। ২০২৩ সালের আইপিএল-এর সময় হাঁটুর চোট নিয়েও বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছিল ধোনিকে। এবারও তিনি বোলিং অনুশীলন করলেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

বোলার হিসেবে কেমন ধোনি?

Latest Videos

জাতীয় দল ও সিএসকে-র হয়ে ধোনির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন সুরেশ রায়না। তিনি ধোনির বোলিং সম্পর্কে বলেছেন, ‘ম্যাচের সময় যে বোলারদের বোলিং খেলতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছি তারা হল মুথাইয়া মুরলীধরন ও লসিথ মালিঙ্গা। কিন্তু নেটে সবচেয়ে কঠিন বোলার মহেন্দ্র সিং ধোনি। আপনি যদি কখনও ওর বলে আউট হয়ে যান, তাহলে দেড় মাস ওর মুখোমুখি হতে পারবেন না। ও সবসময় ব্যঙ্গ করবে, দেখিয়ে দেবে আপনি কীভাবে আউট হয়েছেন। ও অফ-স্পিন, মিডিয়াম পেস, লেগ-স্পিন বোলিং করতে পারে। ও নেটে ফ্রন্ট-ফুট নো বোলিংও করে তার পক্ষ সাফাই দিতে পারে। ও টেস্ট ম্যাচেও বোলিং করেছে। ইংল্যান্ডে ও দারুণ স্যুইং করেছিল।’

 

 

প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারবে সিএসকে?

শনিবার আরসিবি-র বিরুদ্ধে জয় পেলেই প্লে-অফে পৌঁছে যাবে সিএসকে। সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন ধোনিরা। গতবারের চ্যাম্পিয়নরা লিগ পর্যায় থেকেই ছিটকে গেলে লজ্জাজনক ব্যাপার হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: আইপিএল প্লে-অফে ৩ দল চূড়ান্ত, চতুর্থ স্থানে কারা থাকতে পারে?

IPL 2024: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদ

IPL 2024: আইপিএল-এ লিগ পর্যায় শেষের দিকে, কারা অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News