
বৃহস্পতিবার বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট টাইটানস ম্যাচ। এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ার সুবাদে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে হায়দরাবাদ। একইসঙ্গে প্লে-অফের লড়াই থেকে সরকারিভাবে ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। গুজরাট টাইটানস আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল। এখন প্লে-অফের লড়াই মূলত চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে সীমাবদ্ধ। এই ২ দলের মধ্যে কোনও ১টি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করবে। শনিবার আরসিবি-সিএসকে ম্যাচ কার্যত নক-আউটে পরিণত হয়েছে। পয়েন্ট তালিকার শীর্ষেই থাকছে কলকাতা নাইট রাইডার্স। দ্বিতীয় স্থানে থাকার লড়াইয়ে হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস।
লিগ টেবলের অবস্থা কী?
সরকারিভাবে চলতি আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ানস, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। লখনউ সুপার জায়ান্টসও কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে লখনউ। শুক্রবার নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছেন কে এল রাহুলরা। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে শনিবার সিএসকে-র বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করলে ১৮ রানে জয় পেতে হবে আরসিবি-কে। পরে ব্যাটিং করলে ১৮.১ ওভারের মধ্যে জয় পেতে হবে আরসিবি-কে। সিএসকে-র ক্ষেত্রে প্লে-অফের যোগ্যতা অর্জনের শর্ত সহজ। জয় পেলেই চলবে। বৃহস্পতিবারের মতো বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও হবে।
দ্বিতীয় স্থানে থাকতে পারবে সিএসকে?
শনিবার আরসিবি-র বিরুদ্ধে জয় পেলে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে সিএসকে। অন্য ম্যাচের ফলও যদি সিএসকে-র পক্ষে যায়, তাহলে লিগ টেবলে দ্বিতীয় স্থানেও শেষ করতে পারেন রুতুরাজ গায়কোয়াড়রা। সেটা হতে গেলে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হায়দরাবাদকে হারতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদ
IPL 2024: আইপিএল-এ লিগ পর্যায় শেষের দিকে, কারা অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে?
IPL 2024: অধিনায়ক স্যাম কারানের অলরাউন্ড পারফরম্যান্স, রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাবের