সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার হায়দরাবাদ।

বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট টাইটানস ম্যাচের দিকে নজর ছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এই ম্যাচে গুজরাট টাইটানসের জয় চাইছিল সিএসকে ও আরসিবি। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচই শুরু করা সম্ভব হল না। ফলে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করল হায়দরাবাদ। ১৩ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে উঠে এলেন প্যাট কামিন্সরা। ১৩ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে নেমে গেল সিএসকে। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আরসিবি। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিএসকে-র মুখোমুখি হচ্ছে আরসিবি। এই ম্যাচে যে দল জয় পাবে তারাই চতুর্থ দল হিসেবে প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

এই ম্যাচ ভেস্তে যাওয়ায় কাদের সুবিধা হল?

এই ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়ায় সানরাইজার্স হায়দরাবাদ যেমন প্লে-অফের যোগ্যতা অর্জন করল, তেমনই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস। ১৪ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে দিল্লি। লখনউ সুপার জায়ান্টসও কার্যত প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল। ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে কে এল রাহুলের দল। শুক্রবার লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে লখনউ। শনিবার আরসিবি-সিএসকে ম্যাচ কার্যত নক-আউটে পরিণত হয়েছে। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে হলে প্রথমে ব্যাটিং করলে ১৮ রানে জয় পেতে হবে আরসিবি-কে। পরে ব্যাটিং করলে ১৮.১ ওভারের মধ্যে জয় তুলে নিতে হবে বিরাট কোহলিদের। সিএসকে অবশ্য যে কোনও ব্যবধানে জয় পেলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে।

দ্বিতীয় স্থানে শেষ করতে পারবে হায়দরাবাদ?

রবিবার লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে যদি হায়দরাবাদ জয় পায় এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স জয় পায়, তাহলে লিগ টেবলে দ্বিতীয় স্থানে শেষ করবে হায়দরাবাদ। রাজস্থান যদি কেকেআর-কে হারিয়ে দেয়, তাহলে দ্বিতীয় স্থানে থাকবেন সঞ্জু স্যামসনরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: আইপিএল-এ লিগ পর্যায় শেষের দিকে, কারা অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে?

IPL 2024: অধিনায়ক স্যাম কারানের অলরাউন্ড পারফরম্যান্স, রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাবের

MS Dhoni: চেন্নাইয়ের ঈশ্বর ধোনির জন্য মন্দির তৈরি হবে, দাবি অম্বাতি রায়াডুর