সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও, সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না রাজস্থান রয়্যালস। ফলে প্লে-অফের আগে সঞ্জু স্যামসনদের উপর চাপ বাড়ছে।

চলতি আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও, টানা ৪ ম্যাচ হেরে প্রবল চাপে রাজস্থান রয়্যালস। বুধবার গুয়াহাটিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে হেরে গেল রাজস্থান। এর ফলে কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নিশ্চিত হয়ে গেল। ১৩ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে কেকেআর। ১৩ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল রাজস্থান। অন্যদিকে, এদিন জয় পাওয়ার পর ১৩ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে উঠে এল পাঞ্জাব। ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ২ ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে হায়দরাবাদ।

স্যাম কারানের অসাধারণ পারফরম্যান্স

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। ৯ উইকেটে ১৪৪ রান করে রাজস্থান। ৩ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারান। ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন হর্ষল প্যাটেল। ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন নথান এলিস। এরপর ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স দেখান কারান। ৪১ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন পাঞ্জাবের অধিনায়ক। ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব।

রাজস্থানের হতাশাজনক পারফরম্যান্স

রাজস্থানের হয়ে সর্বাধিক ৪৮ রান করেন রিয়ান পরাগ। তাঁর ৩৪ বলের ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। ১৯ বলে ২৮ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। এরপর বোলিংয়েও সাফল্য পায়নি রাজস্থান। ৩.৫ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ২ উইকেট নেন আবেশ খান। ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।৩ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024 Playoffs: লখনউকে হারিয়ে আরসিবি-কে অক্সিজেন দিল দিল্লি, বাকি দলগুলি কোন জায়গায়?

MS Dhoni: চেন্নাইয়ের ঈশ্বর ধোনির জন্য মন্দির তৈরি হবে, দাবি অম্বাতি রায়াডুর

MS Dhoni: চিপকে শেষ আইপিএল ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি? জারি জল্পনা