আইপিএল-এর ইতিহাসে সফলতম ব্যাটার বিরাট কোহলি এবারও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। বোলারদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন হর্ষল প্যাটেল।
এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে, তাহলে বিরাট কোহলির অরেঞ্জ ক্যাপ জেতা কার্যত নিশ্চিত হয়ে যাবে। আরসিবি যদি প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না-ও পারে, তাহলেও অন্য ব্যাটারদের পক্ষে বিরাটের করা রান টপকে যাওয়া কঠিন। এখনও পর্যন্ত ৬৬১ রান করেছেন বিরাট। ৫৮৩ রান করে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ফলে অনেকটাই এগিয়ে বিরাট। পার্পল ক্যাপ নিয়ে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখনও পর্যন্ত ২২ উইকেট নিয়ে সবার আগে পাঞ্জাব কিংসের পেসার হর্ষল প্যাটেল। ২০ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে মুম্বই ইন্ডিয়ানসের পেসার জসপ্রীত বুমরা। কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী ১৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে। পাঞ্জাব ও মুম্বই প্লে-অফের দৌড়ে নেই। ফলে পার্পল ক্যাপ জিততেই পারেন বরুণ।
প্রথমবার ৫০০ রান সঞ্জু-পরাগের
আইপিএল-এর ইতিহাসে প্রথমবার ৫০০-র বেশি রান করেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। গত কয়েক বছর ধরে খেলে চললেও, বিশেষ প্রচার না পাওয়া রিয়ান পরাগও এবার ৫০০-র বেশি রান করেছেন। এখনও পর্যন্ত ৫৩১ রান করেছেন পরাগ। ৫০৪ রান করেছেন সঞ্জু। সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ট্রেভিস হেড করেছেন ৫৩৩ রান। গুজরাট টাইটানসের ব্যাটার সাই সুদর্শন করেছেন ৫২৭ রান। অন্য কোনও ব্যাটার এখনও পর্যন্ত ৫০০ রান করতে পারেননি।
পার্পল ক্যাপের লড়াইয়ে যুজবেন্দ্র চাহালও
যে দলগুলি চলতি আইপিএল-এ প্লে-অফে খেলবে, সেই দলগুলির ব্যাটার ও বোলারদেরই ব্যক্তিগত নজিরের তালিকার শীর্ষে থাকার সম্ভাবনা বেশি। রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল এখনও পর্যন্ত ১৭ উইকেট নিয়েছেন। ভালো পারফরম্যান্স বজায় রাখতে পারলে এই লেগ-স্পিনার পার্পল ক্যাপ জিততে পারেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
IPL 2024: অধিনায়ক স্যাম কারানের অলরাউন্ড পারফরম্যান্স, রাজস্থানের বিরুদ্ধে সহজ জয় পাঞ্জাবের
MS Dhoni: চেন্নাইয়ের ঈশ্বর ধোনির জন্য মন্দির তৈরি হবে, দাবি অম্বাতি রায়াডুর
MS Dhoni: চিপকে শেষ আইপিএল ম্যাচ খেললেন মহেন্দ্র সিং ধোনি? জারি জল্পনা