
IPL 2025 Lucknow Super Giants vs Delhi Capitals: আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) সহজেই হারিয়ে প্লে-অফের দিকে আরও একধাপ এগিয়ে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। গুজরাট টাইটানসের (Gujarat Titans) পর দ্বিতীয় দল হিসেবে ১২ পয়েন্টে পৌঁছে গেল দিল্লি। দুই দলই ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে গুজরাট। দ্বিতীয় স্থানে রইল দিল্লি। এই দুই দল প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে বাকি দলগুলির চেয়ে এগিয়ে। মঙ্গলবার ঘরের মাঠে হেরে যাওয়ায় প্লে-অফের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল লখনউ। ৯ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে থাকলেন ঋষভ পন্থরা (Rishabh Pant)।
অভিষেক পোড়েলের অর্ধশতরান
এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (Abishek Porel)। মঙ্গলবারও ভালো ব্যাটিং করে দিল্লিকে জয় পেতে সাহায্য করলেন অভিষেক। তিনি ওপেন করতে নেমে ৩৬ বলে ৫১ রান করেন। এই ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি এবং একটি ওভার-বাউন্ডারি। অপর ওপেনার করুণ নায়ার (Karun Nair) ৯ বলে ১৫ রান করেন। ৪২ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল (KL Rahul)। তিনি ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) ২০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১৩ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নিল দিল্লি।
মিডল অর্ডারের ব্যর্থতায় ডুবল লখনউ
এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ইনিংসের শুরুটা ভালো করেন লখনউয়ের ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) ও মিচেল মার্শ (Mitchell Marsh)। ওপেনিং জুটিতে যোগ হয় ৮৭ রান। মার্করাম ৩৩ বলে ৫২ রান করেন। মার্শ ৩৬ বলে ৪৫ রান করেন। কিন্তু এরপর লখনউয়ের মিডল অর্ডার ব্যর্থ হয়। শেষদিকে ২১ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন আয়ূষ বাদোনি (Ayush Badoni)। দিল্লির হয়ে ৩৩ রান দিয়ে ৪ উইকেট নেন মুকেশ কুমার (Mukesh Kumar)। ৬ উইকেটে ১৫৯ রান করে লখনউ। কিন্তু এই স্কোর জয়ের জন্য যথেষ্ট ছিল না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।