IPL 2025 Punjab Kings: মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকানো ব্যাটার এলেন পাঞ্জাবে? তিনিই ম্যাক্সওয়েলের পরিবর্তে তুরুপের তাস

Published : May 04, 2025, 11:01 PM ISTUpdated : May 04, 2025, 11:03 PM IST

IPL 2025 Punjab Kings: চোটের জেরে পাঞ্জাব কিংস দল থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। 

PREV
19
তাঁর বদলে দলে এসেছেন মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকানো মিচ ওয়েন

আইপিএল-এর মাঝে পাঞ্জাব কিংস তারকা গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে ছিটকে গেছেন। 

29
এমতাবস্থায় গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে এসেছেন তিনি

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচ ওয়েনকে ৩ কোটি টাকায় নিয়েছে পাঞ্জাব কিংস। 

39
সহকারী কোচ ব্র্যাড হাডিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন

তিনি গোটা মরশুম জুড়েই তরুণ খেলোয়াড়দের প্রভাব এবং তাদের অবদান, কীভাবে দলকে শক্তিশালী করেছে তা তুলে ধরেছেন।

49
ঠিক কী জানিয়েছেন তিনি?

“আমাদের তরুণ খেলোয়াড়রা সত্যিই উন্নতি করতে শুরু করেছে, এখন পর্যন্ত এটাই সবচেয়ে আনন্দের দিক। অবশ্যই, আমাদের সিনিয়র খেলোয়াড়রা চাপের মুহূর্তগুলিতে দুর্দান্ত খেলছে এবং ম্যাচ জেতানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।"

59
এমনিতে চলতি প্রতিযোগিতায় পাঞ্জাব দল বেশ ভালোই খেলছে

তবে ম্যাক্সওয়েলের ছিটকে যাওয়া কিছুটা হলেও চিন্তার। 

69
কারণ, তাঁর অভিজ্ঞতা অনেক

ফলে, টিম ম্যানেজমেন্ট একটি সঠিক বিকল্প চাইছিল। 

79
তাছাড়া পাঞ্জাবের দলগত পারফরম্যান্স যথেষ্ট ভালো

যেটা একটা ভালো দিক। 

89
আর এবার সেই দলেই এলেন মিচ ওয়েন

যা আরও অনেকটা এগিয়ে দিতে পারবে PBKS-কে। 

99
মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে তাঁর
click me!

Recommended Stories