Vaibhav Suryavanshi IPL 2025: সত্যিই যেন তিনি ২২ গজের নতুন সূর্য। দুরন্ত ক্রিকেট উপহার দিলেন বৈভব সূর্যবংশী। 

Vaibhav Suryavanshi IPL 2025: হাইভোল্টেজ ইনিংস বললেও কি কম বলা হবে? সোমবার, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস বনাম গুজরাত টাইটান্স (Rajasthan Royals vs Gujarat Titans)। আর সেই ম্যাচেই কার্যত, ঝড় তুললেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। 

Scroll to load tweet…

জয়ের জন্য ২১০ রানের লক্ষ্যমাত্রা ছিল রাজস্থানের সামনে (Vaibhav Suryavanshi 100)। কিন্তু বৈভব যেভাবে খেলা শুরু করলেন, তাতে হেলায় সেই লক্ষ্যে পৌঁছে গেলেন রিয়ান পরাগরা। ব্যাটে যেন ঝড় তুললেন এই তরুণ ব্যাটার। তাঁর জন্যই সহজ জয় তুলে নিল রাজস্থান এবং খড়কুটোর মতো উড়ে গেল গুজরাত (Suryavanshi IPL)। 

তাঁর ব্যাটিং তাণ্ডব দেখে বাকরুদ্ধ সবাই। বোলার আর বলকে কোনও রেয়াত নয়। বেপরোয়া ব্যাটিং ঝড়ে কুলকিনারা পাচ্ছিলেন না গুজরাত বোলাররা। ম্যাচে শেষে গুজরাত অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) মুখেও তাঁর প্রশংসা। "বৈভব তো পাওয়ার প্লেতেই ম্যাচটা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। আমরা খারাপ রান করিনি এদিন। কিন্তু আজকের দিনটা আসলে সূর্যবংশীরই ছিল। দারুণ সব শট খেলল।’’

Scroll to load tweet…

শট না আগুনের গোলা? তাঁর ব্যাট থেকে এদিন চার-ছক্কার ফুলঝুড়ি ছুটল। মাত্র ১৪ বছর বয়সেই, উপহার দিলেন অসাধারণ একটি ইনিংস। আর আইপিএল-এর (IPL 2025 Live Score) ইতিহাসে অন্যতম সেরা ইনিংস বলছেন বিশেষজ্ঞরা (who is vaibhav suryavanshi)।

সবথেকে বড় বিষয়, এটি আইপিএল-এর (IPL News) ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান। মাত্র ৩৫ বলে ১০০ রান করেছেন বৈভব। সেই তালিকায় তাঁর আগে একমাত্র রয়েছেন ক্রিস গেইল। তিনি ৩০ বলে শতরান করেছিলেন। আর সোমবার, বৈভব খেললেন সেইরকমই একটি অবিস্মরণীয় ইনিংস। একের পর এক বলে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। কোনও বোলার দিয়েই তাঁকে রুখতে পারছিল না গুজরাত। কখনও কভার ড্রাইভ, তো কখনও আবার ক্রিজ থেকে বেরিয়ে এসে তুলে তুলে ছয়।

অন্যদিকে, তাঁর এই ব্যাটিং-এ রীতিমতো মুগ্ধ সতীর্থ যশস্বী জয়সওয়াল। তাঁর কথায়, ‘‘অসাধারণ একটা ইনিংস। আমার দেখা অন্যতম সেরা ইনিংস এটি। আশা করব, আগামীতে সূর্যবংশী আমাদের দলের হয়ে এমন আরও ইনিংস খেলবে। একসঙ্গে ব্যাট করার সময় ওকে শুধু বলেছিলাম, চালিয়ে যাও। অবিশ্বাস্য এবং অসাধারণ সব শট মারল ও। অনুশীলনে ভীষণ পরিশ্রম করে সূর্যবংশী। আজ তার ফল হাতেনাতে পেল। ওর ব্যাটিং করার একটা আলাদা মেজাজ রয়েছে।"

Scroll to load tweet…

অনেকেই মনে করতে পারছেন না যে, এত কম বয়সী ক্রিকেটারের থেকে এইরকম কোনও বিধ্বংসী ইনিংস এর আগে কখনও দেখেছেন কিনা। তাঁর একেকটি শটে বল গিয়ে পড়ছিল গ্যালারিতে। আর সেইসঙ্গে তিনি যেন বুঝিয়ে দিলেন, রাহুল দ্রাবিড়ের আদর্শ ছাত্র তিনি (youngest player in ipl 2025)। একটা সময় বিহারের হয়ে রঞ্জি খেলতেন। আর এবার সুযোগ পেয়েছেন আইপিএলে। সেই মঞ্চে নেমেই নিজেকে প্রমাণ করলেন। ২২ গজে চার-ছক্কার ফোয়ারা ছোটালেন তরুণ বৈভব। কার্যত, ধুন্ধুমার ব্যাটিং রাজস্থানের জার্সিতে।

তাহলে কি আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে ভারত পেয়ে গেল নতুন তারকাকে?