প্রথম বলেই ছক্কা হাঁকালেন প্রিয়াংশ আর্য
পাঞ্জাবের ইনিংসের প্রথম বলেই ছক্কা মারেন প্রিয়াংশ আর্য। প্রথম ওভারে খলিল আহমেদের বলে বাউন্ডারি হাঁকান তিনি। তাঁর আগে আইপিএল-এর ইতিহাসে তিনজন এই নজির গড়েন। ২০০৯ সালে নমন ওঝা, ২০১৯ সালে বিরাট কোহলি এবং ২০২৪ সালে ফিলিপ সল্ট এই কৃতিত্ব অর্জন করেন।
আইপিএলে দ্রুততম সেঞ্চুরি (বলের নিরিখে)
৩০ - ক্রিস গেইল (আরসিবি) বনাম পিডব্লিউআই, বেঙ্গালুরু, ২০১৩
৩৭ - ইউসুফ পাঠান (আরআর) বনাম এমআই, মুম্বই বিএস, ২০১০
৩৮ - ডেভিড মিলার (কেএক্সআইপি) বনাম আরসিবি, মোহালি, ২০১৩
৩৯ - ট্র্যাভিস হেড (এসআরএইচ) বনাম আরসিবি, বেঙ্গালুরু, ২০২৪
৩৯ - প্রিয়াংশ আর্য (পিবিকেএস) বনাম সিএসকে, মুল্লানপুর, ২০২৫
প্রিয়াংশ আর্য দ্রুততম শতরান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবেও রেকর্ড করেন।