IPL 2025, PBKS vs CSK: আইপিএল অনেক তারকার জন্ম দিয়েছে। মঙ্গলবার হয়তো ভারতীয় ক্রিকেট আরও এক তারকার জন্ম দিল। পাঞ্জাব কিংসের (Punjab Kings) ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) তারকা হয়ে উঠতেই পারেন।

Priyansh Arya Maiden Century: ৩৯ বলে শতরান। শেষপর্যন্ত ৪২ বলে ১০৩ রান করে আউট। মঙ্গলবার আইপিএল-এ (IPL 2025) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে কার্যত এক লড়াই করলেন তরুণ ব্যাটার প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। এদিন পাঞ্জাবের মিডল অর্ডার পুরো ব্যর্থ। সেখানে ১৪-তম ওভার পর্যন্ত লড়াই চালিয়ে গেলেন প্রিয়াংশ। তিনি শতরান করার পথে সাতটি বাউন্ডারি ও নয়টি ওভার-বাউন্ডারি মারেন। ১২ ওভারের শেষে ৩৫ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন এই তরুণ ব্যাটার। ১৩-তম ওভারে বোলিং করতে যান মাথিসা পাথিরানা (Matheesha Pathirana)। প্রথম বলে এক রান নিয়ে প্রিয়াংশকে স্ট্রাইক দেন শশাঙ্ক সিং (Shashank Singh)। এরপর প্রিয়াংশ পরপর তিনটি ওভার-বাউন্ডারি মারেন। তারপর ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরেন শতরান পূরণ করেন। এরপর নূর আহমেদের (Noor Ahmad) বলে বিজয় শঙ্করকে (Vijay Shankar) ক্যাচ দিয়ে ফিরে যান প্রিয়াংশ।

বিশাল স্কোর পাঞ্জাবের

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তাঁর এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত করেন প্রিয়াংশ, শশাঙ্ক ও মার্কো জ্যানসেন (Marco Jansen)। পাঞ্জাবের এই তিনজন ব্যাটারই উল্লেখযোগ্য রান করলেন। ৩৬ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক। ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন জ্যানসেন। ৬ উইকেটে ২১৯ রান করল পাঞ্জাব। সিএসকে-র বোলারদের মধ্যে খলিল আহমেদ (Khaleel Ahmed) ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন। রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন। ২১ রান দিয়ে ১ উইকেট নেন মুকেশ চৌধুরী (Mukesh Choudhary)। ৩২ রান দিয়ে ১ উইকেট নেন নূর।

ঘরের মাঠে ব্যর্থ শ্রেয়াসরা

এদিন প্রিয়াংশ, শশাঙ্ক ও জ্যানসেন ছাড়া পাঞ্জাবের কোনও ব্যাটারই ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। শ্রেয়াস করেন ৯ রান। পুরো মিডল অর্ডারই ব্যর্থ। পরের ম্যাচে এই ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।