আইপিএল ২০২৬: এবারও নিলামে থাকছেন, কোনও দলে জায়গা পাবেন শাকিব আল-হাসান?

Published : Dec 02, 2025, 12:04 PM IST

IPL 2026 Auction: আগামী মরসুমের আইপিএল-এর নিলাম কয়েকদিন পরেই হতে চলেছে। এবার অবশ্য গতবারের মতো মেগা নিলাম হবে না। তার বদলে মিনি নিলাম হতে চলেছে। এবারও আইপিএল-এর নিলাম হবে বিদেশে। যে ক্রিকেটাররা নিলামে থাকবেন, তাঁদের নামের তালিকা তৈরি হয়েছে।

PREV
16
বাংলাদেশের বিতর্কিত তারকা শাকিব আল-হাসান এবারের আইপিএল-এর নিলামেও থাকছেন

আইপিএল নিলামে শাকিব আল-হাসান

বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল-হাসান ২০২৬ সালের আইপিএল-এর নিলামে থাকছেন। তাঁর রিজার্ভ প্রাইস ভারতীয় মুদ্রায় এক কোটি টাকা। আইপিএল-এ এখনও পর্যন্ত ৯ মরসুম খেলেছেন এই তারকা। তিনি মোট ৭১ ম্যাচ খেলেছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন শাকিব। তবে তিনি বিতর্কেও জড়িয়ে পড়েছেন। বাংলাদেশের এই তারকা বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাচ্ছেন না। ফলে তাঁকে আইপিএল-এর কোনও ফ্র্যাঞ্চাইজি সুযোগ দেবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে।

DID YOU KNOW ?
বিদেশে আইপিএল নিলাম
এবার আইপিএল-এর মিনি নিলাম হতে চলেছে ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে হতে চলেছে মিনি নিলাম।
26
গতবারের মতো এবারও আইপিএল-এর নিলাম হতে চলেছে বিদেশের মাটিতে, জানিয়েছে বিসিসিআই

১৬ ডিসেম্বর আইপিএল-এর মিনি নিলাম

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ ডিসেম্বর আবু ধাবিতে হতে চলেছে আইপিএল-এর মিনি নিলাম। একদিনই হবে এই নিলাম। এবারের আইপিএল-এর মিনি নিলামে থাকছেন ১,৩৫৫ জন খেলোয়াড়। ভারত ছাড়াও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো প্রথমসারির দেশগুলির ক্রিকেটাররা আইপিএল-এর মিনি নিলামে থাকছেন। বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দেশগুলির ক্রিকেটাররাও নিলামে থাকছেন।

১৩৫৫
এবারের আইপিএল-এর নিলামে থাকছেন ১৩৫৫ জন ক্রিকেটার।
ভারত ও বিভিন্ন দেশ মিলিয়ে এবারের আইপিএল-এর মিনি নিলামে থাকছেন মোট ১৩৫৫ জন ক্রিকেটার। ৪৩ জনের বেস প্রাইস ২ কোটি টাকা।
36
আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে স্টিভ স্মিথকে ঘিরেই সবচেয়ে বেশি আগ্রহ

নিলামে স্টিভ স্মিথ

এবারের আইপিএল-এর নিলামে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে থাকছেন ক্যামেরন গ্রিন, ম্যাথিউ শর্ট, স্টিভ স্মিথ, জশ ইনগ্লিস। তাঁদের মধ্যে স্মিথকে নিয়েই সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে। নিলামে সবচেয়ে বেশি দর পাওয়া ক্রিকেটারদের অন্যতম হয়ে উঠতে পারেন স্মিথ। বিয়ের জন্য এবারের আইপিএল-এ অনিশ্চিত ইনগ্লিস। তা সত্ত্বেও তিনি নিলামে নাম লিখিয়েছেন।

46
এবারের আইপিএল-এর নিলামে মাত্র ২ ভারতীয় ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা

আইপিএল নিলামে ভেঙ্কটেশ আইয়ার

২০২৫ সালের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু এবার তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে নিলামে থাকছেন এই ব্যাটার। তাঁর বেস প্রাইস ২ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শুধু ভেঙ্কটেশ ও রবি বিষ্ণোইয়েরই বেস প্রাইস ২ কোটি টাকা। ভেঙ্কটেশ এবার কত দর পান, সে বিষয়ে ক্রিকেট মহলের আগ্রহ রয়েছে।

56
এবারের আইপিএল-এর নিলামে ৪৩ জন বিদেশি ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা

৪৩ জনের বেস প্রাইস ২ কোটি টাকা

স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, জেমি স্মিথ, মুজিব-উর-রহমান, নবীন-উল-হক, শন অ্যাবট, অ্যাস্টন আগর, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, জশ ইনগ্লিস, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোটজি, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নর্খিয়ে, মাথিসা পাথিরানা, মাহিশ থিকসানা, ওয়ানিন্দু হাসারঙ্গার মতো ৪৩ জন বিদেশি ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা।

66
ক্যারিবিয়ান ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোশেফের ফ্লোর প্রাইস ২ কোটি টাকা

২ কোটি টাকা ফ্লোর প্রাইস

এবারের আইপিএল-এর মিনি নিলামে ওয়েস্ট ইন্ডিজের ৩ ক্রিকেটার শাই হোপ, আকিল হোসেন ও আলজারি জোশেফের সর্বাধিক ফ্লোর প্রাইস ২ কোটি টাকা। মিনি নিলামে থাকছেন থাকছেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত অফ-স্পিনার আদিত্য অশোক। তাঁর বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories