আইপিএল ২০২৬: শক্তিশালী দল গড়েছে, ভারসাম্য আনতে পেরেছে কলকাতা নাইট রাইডার্স?

Published : Dec 18, 2025, 05:09 PM IST
Matheesa Patheerana in KKR

সংক্ষিপ্ত

IPL 2026 Mini Auction: এবারের আইপিএল-এর মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হাতেই সবচেয়ে বেশি টাকা ছিল। সেই টাকা খরচও করেছে কেকেআর ম্যানেজমেন্ট। শক্তিশালী দল গড়ার চেষ্টা করা হয়েছে।

DID YOU KNOW ?
বিপুল দর ক্যামেরন গ্রিনের
এবারের আইপিএল-এর নিলামে ২৫.২০ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Kolkata Knight Riders: হাতে ছিল ৬৪.৩ কোটি টাকা। এবারের আইপিএল-এর মিনি নিলামে (IPL 2026 Mini Auction) সেই টাকা খরচও করেছে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। আন্দ্রে রাসেলের (Andre Russell) পরিবর্তে ২৫.২০ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে (Cameron Green) দলে নেওয়া হয়েছে। মিচেল স্টার্কের (Mitchell Starc) পরিবর্ত হিসেবে ১৮ কোটি টাকা দিয়ে মাথিসা পাথিরানাকে (Matheesha Pathirana) দলে নেওয়া হয়েছে। স্পেনসার জনসন (Spencer Johnson) ও অ্যানরিক নর্খিয়েকে (Anrich Nortje) দলে নিতে চেয়েছিল কেকেআর। কিন্তু এই দুই ক্রিকেটারকে পাওয়া যায়নি। দলের পেস বোলিং বিভাগকে শক্তিশালী করার লক্ষ্যে ৯.২০ কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) দলে নেওয়া হয়েছে। ফিন অ্যালেন (Finn Allen) ও টিম সিফার্টের (Tim Seifert) জন্য অবশ্য বেশি টাকা খরচ করতে হয়নি। অ্যালেনের দর দু'কোটি টাকা এবং সিফার্টের দর দেড় কোটি টাকা।

গত মরসুমের ভুল এড়াতে পারবে কেকেআর?

২০২৪ সালে আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২৫ সালের আইপিএল-এ (IPL 2025) একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি কেকেআর। এবার দলে বেশ কিছু বদল করা হয়েছে। কয়েকজন ভারতীয় ও বিদেশি ক্রিকেটারকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে নতুন ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। গত আইপিএল-এ দলে যে সমস্যাগুলি দেখা গিয়েছিল, এবার তা শুধরে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু সব সমস্যা মিটিয়ে দলে ভারসাম্য আনা যাবে কি না, বিষয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন।

নতুন পরিকল্পনা অভিষেক নায়ারের

গত আইপিএল-এ কেকেআর-এর ওপেনার হিসেবে ভালো ব্যাটিং করতে পারেননি সুনীল নারিন (Sunil Narine)। এবার নতুন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) নতুন পরিকল্পনা করছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার নারিন ওপেন করবেন না। অ্যালেন বা সিফার্ট ওপেন করতে পারেন। অধিনায়ক অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane) ওপেন করতে পারেন। গ্রিন তিন নম্বরে ব্যাটিং করতে পারেন। চার নম্বরে ব্যাটিং করতে পারেন অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi)। বোলিং বিভাগে ভরসা হয়ে উঠতে পারেন কার্তিক ত্যাগী (Kartik Tyagi) ও আকাশ দীপ (Akash Deep)। তরুণ ক্রিকেটার তেজস্বী সিং (Tejasvi Singh) ও সার্থক রঞ্জনও (Sarthak Ranjan) দলকে ভরসা দিতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এখনও পর্যন্ত ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর।
কলকাতা নাইট রাইডার্স ২০১২, ২০১৪ ও ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: শীতকালে উত্তর ভারতে ম্যাচ নিয়ে নতুন করে ভাবছে বিসিসিআই
অ্যাশেজ ২০২৫-২৬: টেস্টে উইকেট সংখ্যায় গ্লেন ম্যাকগ্রাথকে ছাপিয়ে গেলেন নাথান লিয়ন