আইপিএল ২০২৬: নিলামের আগেই সরে গেলেন, এই লিগে আর খেলবেন না গ্লেন ম্যাক্সওয়েল?

Published : Dec 02, 2025, 12:51 PM ISTUpdated : Dec 02, 2025, 01:09 PM IST
glenn maxwell ipl

সংক্ষিপ্ত

IPL 2026 Mini Auction: কয়েকদিন পরেই আগামী মরসুমের আইপিএল-এর মিনি নিলাম হতে চলেছে। ভারত ও বিভিন্ন দেশের যে ১৩৫৫ জন ক্রিকেটার মিনি নিলামে থাকছেন, তাঁদের মধ্যে নেই অস্ট্রেলিয়ার (Australia) তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)।

DID YOU KNOW ?
আইপিএল থেকে অবসর?
আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসির পর কি গ্লেন ম্যাক্সওয়েলও আইপিএল থেকে অবসর নিলেন বলে জল্পনা চলছে।

Glenn Maxwell: আগামী মরসুমের আইপিএল-এর মিনি নিলামে (IPL 2026 mini-auction) থাকছেন না অস্ট্রেলিয়ার (Australia) তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৭ বছর বয়সি এই তারকা মঙ্গলবার জানিয়েছেন, এবার আর আইপিএল-এর নিলামে থাকছেন না। অস্ট্রেলিয়ার এই তারকা ইঙ্গিত দিয়েছেন, তিনি হয়তো আর কোনও মরসুমেই আইপিএল-এ খেলবেন না। এই লিগে হয়তো তিনি খেলবেন না। ১৬ ডিসেম্বর আবু ধাবিতে (Abu Dhabi) হতে চলেছে আইপিএল-এর মিনি নিলাম। ইতিমধ্যেই আইপিএল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাঁকে ছেড়ে দিয়েছে। অন্য কোনও দলের হয়ে খেলতে চান না বলেই সরে গেলেন রাসেল। দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসিও (Faf du Plessis) এবারের আইপিএল-এর মিনি নিলামে থাকছেন না। তিনি সরে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। এবার ম্যাক্সওয়েলও সরে গেলেন।

কেন আইপিএল-এর মিনি নিলাম থেকে সরে গেলেন ম্যাক্সওয়েল?

আইপিএল ২০২৬-এর মিনি নিলাম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ম্যাক্সওয়েল লিখেছেন, ‘আইপিএল-এ অনেক অবিস্মরণীয় মরসুমের পর আমি সিদ্ধান্ত নিয়েছি, এ বছর আর নিলামে আমার নাম দেব না। এটা আমার কাছে বড় সিদ্ধান্ত। এই লিগ আমাকে যা দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।’ কিন্তু ঠিক কী কারণে তিনি আইপিএল-এর নিলাম থেকে নিজের নাম তুলে নিলেন, তা স্পষ্ট নয়।

গত আইপিএল-এ খারাপ পারফরম্যান্স ম্যাক্সওয়েলের

২০২৫ সালের আইপিএল-এর নিলামে ৪.২ কোটি টাকা দর পান ম্যাক্সওয়েল। তাঁকে নিয়ে পাঞ্জাব কিংস (Punjab Kings), চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ও সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) মধ্যে দর হাঁকাহাঁকি চলে। শেষপর্যন্ত এই লড়াইয়ে জয় পায় পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে এবং রিকি পন্টিংয়ের (Ricky Ponting) কোচিংয়ে খেলেন ম্যাক্সওয়েল। তবে তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ৬ ইনিংসে মাত্র ৪৮ রান করেন এই তারকা। তাঁকে বোলার হিসেবেই বেশি ব্যবহার করেন শ্রেয়াস।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪.২
গত মরসুমে আইপিএল-এর নিলামে ৪.২ কোটি টাকা পান ম্যাক্সওয়েল।
গত মরসুমে আইপিএল-এর নিলামে ৪.২ কোটি টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে দলে নেয় পাঞ্জাব কিংস।
Read more Articles on
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: এবার পাকাপাকিভাবে রাজস্থান রয়্যালসের অধিনায়ক? মুখ খুললেন রিয়ান পরাগ
India vs South Africa 3rd ODI: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শেষ একদিনের ম্যাচ শনিবার, হারলেই সিরিজ হাতছাড়া ভারতের