
আইপিএল ২০২৬ মিনি নিলাম
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম হয়ে গিয়েছে। মোট ৭৭ জন ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেয়েছেন। তারকা ক্রিকেটারদের পাশাপাশি কয়েকজন অনামী ভারতীয় ক্রিকেটারও বিপুল অর্থ পেয়েছেন। এবার খেলা শুরু হওয়ার অপেক্ষা। এবারের আইপিএল-এও অনামী ক্রিকেটাররা নজর কেড়ে নিতে পারবেন বলে আশা তৈরি হয়েছে।
শক্তিশালী দল কেকেআর
২০২৫ সালের আইপিএল-এ ফল একেবারেই ভালো হয়নি। এবার নতুন করে দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার মিনি নিলামে ২৫.২০ কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছে। মাথিসা পাথিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ফিন অ্যালেন, টিম সিফার্ট, রাচিন রবীন্দ্রর মতো খেলোয়াড়কে নেওয়া হয়েছে।
আকিব নবি দারের বিপুল দর
মঙ্গলবার ২০২৬ সালের আইপিএল-এর মিনি নিলামে জম্মু ও কাশ্মীরের অলরাউন্ডার আকিব নবি দারকে ৮.৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া পথুম নিশাঙ্ক, পৃথ্বী শ, লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার, বেন ডাকেট, কাইল জেমিয়েসনের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছেন আকিব। এবার দিল্লি ক্যাপিটালস দল বেশ শক্তিশালী হয়েছে।
আরসিবি-তে ভেঙ্কটেশ আইয়ার
মঙ্গলবার আইপিএল ২০২৬-এর মিনি নিলামে মোট আট জন ক্রিকেটারকে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সর্বাধিক সাত কোটি টাকা দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকা ভেঙ্কটেশ আইয়ারকে। এছাড়া জ্যাকব ডাফি, মঙ্গেশ যাদব, কনিষ্ক চৌহান, বিহান মালহোত্রা, জর্ডন কক্সের মতো ক্রিকেটারকেও দলে নিয়েছে আরসিবি। নিলামে পেস বোলিং বিভাগকে শক্তিশালী করার উপরেই জোর দিয়েছে বিরাট কোহলির দল। গতবারের আইপিএল চ্যাম্পিয়নদের এবারের দলও অত্যন্ত শক্তিশালী।
তরুণদের উপর ভরসা রাখছে সিএসকে
মঙ্গলবার আইপিএল ২০২৬-এর মিনি নিলামে দুই আনক্যাপড ভারতীয় ক্রিকেটার কার্তিক শর্মা ও প্রশান্ত বীরকে ১৪.২০ কোটি টাকা করে দিয়ে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই দুই তরুণের জন্যই ২৮.৪০ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া আকিল হোসেন, আমন খান, ম্যাথিউ শর্ট, সরফরাজ খান, ম্যাট হেনরি, রাহুল চাহারের মতো ক্রিকেটারকে দলে নিয়েছে সিএসকে।
নিলামে বেশি অর্থ খরচ করল না পাঞ্জাব কিংস
আইপিএল ২০২৬ মিনি নিলামের আগে দলের বেশিরভাগ ক্রিকেটারকেই রিটেইন করে পাঞ্জাব কিংস। ফলে মিনি নিলামে খুব বেশি খরচ করার মতো অর্থ ছিল না। কুপার কনোলি, প্রবীণ দুবে, বিশাল নিশাদ ও বেন ডোয়ারশুইসকে দলে নিল প্রীতি জিন্টার দল। গত আইপিএল-এর রানার্স দল এবারও অত্যন্ত শক্তিশালী।
বিপুল দর পেলেন রবি বিষ্ণোই
আইপিএল ২০২৬ মিনি নিলামের আগেই সাতজন বিদেশি ক্রিকেটারকে রিটেইন করে রাজস্থান রয়্যালস। নিলামে সর্বাধিক ৭.২০ কোটি টাকা দিয়ে লেগ-স্পিনার রবি বিষ্ণোইকে দলে নেওয়া হয়েছে। পেসার অ্যাডাম মিলনেকেও দলে নেওয়া হয়েছে। তবে এই দলে ভালোমানের অলরাউন্ডারের অভাব রয়েছে।
লিয়াম লিভিংস্টোনের বিপুল দর
আইপিএল ২০২৬ মিনি নিলামে ১৩ কোটি টাকা দিয়ে লিয়াম লিভিংস্টোনকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া শিবম মাভি, সলিল অরোরা, জ্যাক এডওয়ার্ডসের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে। এই দলের ভারতীয় পেস বোলিং বিভাগ খাতায়-কলমে তেমন শক্তিশালী নয়। স্পিন বিভাগে অভিজ্ঞতা কম।
জেসন হোল্ডারের বিপুল দর
আইপিএল ২০২৬ মিনি নিলামে সাত কোটি টাকা দিয়ে জেসন হোল্ডারকে দলে নিয়েছে গুজরাট টাইটানস। এছাড়া টম ব্যান্টন, লুক উডকে দলে নেওয়া হয়েছে। আনক্যাপড ভারতীয় পেসার অশোক শর্মা ও পৃথ্বীরাজ ইয়ারাকেও দলে নেওয়া হয়েছে। নিলামের আগে বেশিরভাগ ক্রিকেটারকে রিটেইন করা হয়েছিল। নিলামে দলে ভারসাম্য আনার উপর জোর দেওয়া হয়েছে।
মুম্বই ইন্ডিয়ানসে ফিরলেন ডি কক
এবারের আইপিএল-এর মিনি নিলামের আগে দলের বেশিরভাগ ক্রিকেটারকেই রিটেইন করেছিল মুম্বই ইন্ডিয়ানস। মঙ্গলবার মিনি নিলামে এই দলে সবচেয়ে উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক। তাঁকে এক কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে। এই উইকেটকিপার-ব্যাটার চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
জশ ইনগ্লিসের বিপুল দর
মঙ্গলবার আইপিএল ২০২৬ মিনি নিলামে অস্ট্রেলিয়ার জশ ইনগ্লিসকে সাড়ে আট কোটি টাকা দিয়ে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এছাড়া মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, ওয়ানিন্দু হাসারঙ্গা, অ্যানরিক নর্খিয়ে ও নমন তিওয়ারিকে দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।