IPL 2026: একক আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ রান করা শীর্ষ-৫ ব্যাটারের তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। সেই তালিকায় হিটম্যান রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিও রয়েছেন।
আইপিএল-এর ইতিহাসে কিছু ক্রিকেটার রয়েছেন। যারা একটি ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেমন কোহলি, রোহিত, ধোনি, রায়না ও ডি ভিলিয়ার্স এই তালিকায় রয়েছেন।
26
বিরাট কোহলি - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
আইপিএল-এর ইতিহাসে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড রয়েছে বিরাট কোহলির নামের পাশে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে তিনি ২৬৭টি ম্যাচে ৮,৬৬১ রান করেছেন। যা এককথায় অবিশ্বাস্য একটি কৃতিত্ব।
36
রোহিত শর্মা - মুম্বই ইন্ডিয়ান্স
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ২২৭টি ম্যাচে, ৫,৮৭৬ রান করেছেন রোহিত শর্মা। এই তালিকায় তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর নেতৃত্বে মুম্বই একাধিক সাফল্য পেয়েছে।
চেন্নাই সুপার কিংসের অন্যতম তারকা হলেন এমএস ধোনি। তিনি সিএসকে-র হয়ে ২৪৮টি ম্যাচে, ৪,৮৬৫ রান করেছেন। তাঁর নেতৃত্ব এবং ফিনিশিং দক্ষতা দলকে একাধিকবার জয় এনে দিয়েছে।
56
সুরেশ রায়না - চেন্নাই সুপার কিংস
'মিস্টার আইপিএল' সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসের হয়ে ১৭৬টি ম্যাচে, ৪,৬৮৭ রান করেছেন। তিনি দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ছিলেন।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এবি ডি ভিলিয়ার্স ১৫৬টি ম্যাচে, ৪,৪৯১ রান করেছেন। 'মিস্টার ৩৬০' হিসেবে পরিচিত এই তারকা একজন বিধ্বংসী গেম চেঞ্জার ছিলেন।