IPL 2026: আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। মেগা টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী ৩১ মে। কিন্তু গোটা সূচি বানানো নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। কারণ, পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। 

IPL 2026: নির্বাচনের গেড়োয় আটকে আইপিএল-এর সূচি (ipl 2026 schedule)। কারণ,টি-২০ ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে আইপিএল। উল্লেখ্য, আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল (ipl 2026 dates)। 

আইপিএল-এর পুরো সূচি এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না

তারপর ঠিক ১৮ দিন পর, অর্থাৎ আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। মেগা টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে আগামী ৩১ মে। কিন্তু গোটা সূচি বানানো নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। কারণ, পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। সেই কারণেই, আইপিএল-এর পুরো সূচি এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।

আগামী মার্চ-মে মাসের মধ্যে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালা এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচন রয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে কলকাতা নাইট রাইডার্স এবং তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে চেন্নাই সুপার কিংস আইপিএল খেলবে। এছাড়া রাজস্থান রয়্যালসেরও আসামের গুয়াহাটিতে খেলার সম্ভাবনা রয়েছে। 

সূচি বানানোর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে

এবার যেহেতু এখনও পাঁচ রাজ্যের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তাই সূচি বানানোর ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থাও তৈরি রাখছে বিসিসিআই। আইপিএল খেলে মোট ১০টি দল। কিন্তু বিসিসিআই ১৮টি ভেন্যুর প্রস্তাব দিয়ে রেখেছে। এই ১৮টি জায়গা হল, দিল্লী, লখনউ, ধর্মশালা, নিউ চণ্ডীগড়, চেন্নাই, মুম্বই, কলকাতা, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, তিরুবনন্তপুরম, নভি মুম্বই, বিশাখাপত্তনম, গুয়াহাটি, জয়পুর, বেঙ্গালুরু, পুণে, রাঁচি এবং রায়পুর।

অন্যদিকে, কোন স্টেডিয়ামে খেলতে চায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস? আগামী ২৭ জানুয়ারির মধ্যে বিসিসিআই-কে সরকারিভাবে সেই তথ্য জানাতে হবে দুটি ফ্র্যাঞ্চাইজিকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে এবার একপ্রকার ডেডলাইনই দিয়ে দেওয়া হল দুই দলকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।