IPL 2026: ২২ গজে আবার উঠবে ধোনি ঝড়? আইপিএল-কে সামনে রেখে প্রস্তুতি শুরু এমএসডি-র

Published : Jan 25, 2026, 07:58 PM IST

IPL 2026: টি-২০ বিশ্বকাপের পরেই শুরু আইপিএল। আর তাকে কেন্দ্র করেই এবার অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। 

PREV
16
অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি

আইপিএল শুরু হতে এখনও ২ মাস বাকি। ক্রিকেট বিশ্বের অন্যতম এই মেগা টি-২০ লিগের জন্য সমর্থকদের উন্মাদনা তুঙ্গে। আর তাকে কেন্দ্র করেই এবার অনুশীলন শুরু করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশ করা ধোনির অনুশীলনের ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। 

26
রীতিমতোকঠোর অনুশীলন করছেন এমএসডি

ঝাড়খণ্ড রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (JSCA) একটি ভিডিও পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে, আসন্ন আইপিএল-কে সামনে রেখে রীতিমতোকঠোর অনুশীলন করছেন এমএসডি। যা ক্রিকেট মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। 

36
আসন্ন মরশুমে তিনি বিধ্বংসী রূপে ফিরবেন?

ঝাড়খণ্ড ক্রিকেট বোর্ড এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে একটি আকর্ষণীয় ক্যাপশনও আবার যোগ করেছে। "দেখুন কে ফিরে এসেছেন" বলে উল্লেখ করেছে তারা। এছাড়াও সেই ভিডিওতে আরও একটি ক্যাপশন রয়েছে। যেখানে লেখা আছে "JSCA-এর গর্ব.. মহেন্দ্র সিং ধোনি"। এই অনুশীলন সেশনের আগে ধোনিকে জেএসসিএ-র (JSCA) কর্তা এবং ক্রিকেটার সৌরভ তিওয়ারির সঙ্গে কথা বলতেও দেখা যায়। 

46
আইপিএল ২০২৬ কবে শুরু হবে?

আইপিএল ২০২৬-এর মরশুম আগামী ২৬শে মার্চ শুরু হতে চলেছে বলে খবর। এই মেগা টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১শে মে। প্রায় ২ মাস ধরে চলা এই ক্রিকেট উৎসবের জন্য সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন।

56
ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল একটি দল। তারা ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে, মোট পাঁচবার শিরোপা জিতেছে।

66
গত মরশুমের পরিসংখ্যান কেমন ছিল?

গত আইপিএল-এর মরসুমে ধোনি প্রত্যাশা মতো খেলতে পারেননি। ১৩টি ইনিংসে মাত্র ১৯৬ রান করেন। তবে তাঁর সাম্প্রতিক অনুশীলন দেখে মনে হচ্ছে, আসন্ন মরশুমে তিনি বিধ্বংসী রূপে ফিরবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories