নিলামের আগেই রোহিত শর্মাকে ছেড়ে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স! আর কোন কোন তারকা দল ছাড়ছেন?

আর কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না রোহিত শর্মা (Rohit Sharma)? সেইরকমই ইঙ্গিত মিলছে।

আর কি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না রোহিত শর্মা (Rohit Sharma)? সেইরকমই ইঙ্গিত মিলছে।

চলতি বছরই রয়েছে আইপিএলের নিলাম (IPL Auction)। তার আগে রোহিত শর্মাকে ছেড়ে দিতে পারে মুম্বই। শুধু তাই নয়, আরও চারজন তারকা ক্রিকেটারকে তারা ছেড়ে দিতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, আরও বেশ কয়েকটি বড় নামকে দেখা যেতে পারে আইপিএলের নিলামে।

Latest Videos

এবারের নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজ়ি কতজন ক্রিকেটার ধরে রাখতে পারবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেইজন্য, বেশ কয়েকটি বড় নাম নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গেছে। তার মধ্যে রোহিত ছাড়া বিদেশি ক্রিকেটারেরাও রয়েছেন।

বলা হয়, রোহিত শর্মা আইপিএলের (IPL) অন্যতম সেরা একজন অধিনায়ক। মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) পাঁচটি ট্রফি দিয়েছেন তিনি। কিন্তু গতবারই তাঁকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয় মুম্বই। আর তারপরই শোনা যায় যে, মুম্বইয়ের ড্রেসিংরুম কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে।

এমনকি, সমর্থকরাও হার্দিককে টিটকিরি দিয়েছেন গ্যালারি থেকে। শুধু তাই নয়, প্রতিযোগিতায় ভালো ফলও করতে পারেনি মুম্বই। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে ম্যাচের আগে কেকেআর-এর তৎকালীন সহকারী কোচ অভিষেক নায়ারকে রোহিত বলেন, মুম্বই ছাড়তে চান তিনি।

যদিও পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এবার আইপিএল নিলামের আগেই মুম্বই ছাড়তে পারেন রোহিত।

তবে শুধু রোহিতই নন। লখনউ সুপার জায়ান্টস (LSG) অধিনায়ক লোকেশ রাহুলও (KL Rahul) তাঁর দল ছাড়তে পারেন বলে জানা যাচ্ছে। অপরদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) অধিনায়ক ফাফ ডুপ্লেসিও আরসিবি ছাড়বেন বলে খবর।

সেইসঙ্গে, নাইট তারকা ভেঙ্কটেশ আইয়ারকেও ছেড়ে দিতে পারে টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, বেঙ্গালুরু তারকা গ্লেন ম্যাক্সওয়েলও দল ছাড়তে চান বলে ইঙ্গিত মিলেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia