আইপিএল ২০২৬-এর মেগা নিলামে রেকর্ড অর্থের বিনিময়ে ক্যামেরন গ্রিনকে কেনে কলকাতা নাইট রাইডার্স। এবার সেই বিষয়ে মুখ খুললেন কেকেআর কোচ অভিষেক নায়ার। তিনি জানিয়েছেন, এটি আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আন্দ্রে রাসেলের জায়গা পূরণ করতেই গ্রিনকে নেওয়া হয়েছে।
26
টিম ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা
আন্দ্রে রাসেল আর খেলবেন না কলকাতার হয়ে। কার্যত, সেই যুগের অবসান। এরপর তাঁর জায়গা পূরণ করতেই ক্যামেরন গ্রিনকে বেছে নিয়েছে কেকেআর। কোচ নায়ার বলেছেন, দলের দায়িত্ব নেওয়ার মতো ক্রিকেটার হিসেবে গ্রিনের উপর টিম ম্যানেজমেন্টের পূর্ণ আস্থা রয়েছে।
36
কেকেআরের টপ অর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব
ক্যামেরন গ্রিন টপ অর্ডারে ব্যাট করবেন এবং একটি মরশুমে ৫০০ রান করার ক্ষমতা রাখেন বলে মনে করছেন নাইট কোচ। তাঁর মতে, দলের একাধিক সমস্যার সমাধান করতে পারবেন ক্যামেরন গ্রিন এবং দলের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।
আন্তর্জাতিক টি-২০ এবং আইপিএলে ক্যামেরন গ্রিনের রেকর্ড দুর্দান্ত। আইপিএলে মোট ২৯টি ম্যাচে ৭০৭ রান করেছেন এবং ১৬টি উইকেট নিয়েছেন। এই অলরাউন্ড পারফরম্যান্সের কারণেই কেকেআর ২৫ কোটি টাকা খরচ করে তাঁকে কিনেছে।
56
কেকেআরের ভবিষ্যৎ পরিকল্পনায় ক্যামেরন গ্রিন
এই নিলামে কেকেআর মোট ১৩ জন ক্রিকেটারকে কিনেছে। যার মধ্যে গ্রিন, পাথিরানা, রাচিন রবীন্দ্রর মতো তারকারা রয়েছেন। রাহানের নেতৃত্বে নতুন এই দল প্লে-অফের লক্ষ্যে মাঠে নামবে।
66
বড় ভরসা ক্যামেরন গ্রিন
আর তার আগেই এবার নাইটদের কোচ জানিয়ে দিলেন, আইপিএল ২০২৬-এর মেগা নিলামে রেকর্ড অর্থের বিনিময়ে ক্যামেরন গ্রিনকে কেন কলকাতা কিনেছে। সেই বিষয়ে মুখ খুললেন কেকেআর কোচ অভিষেক নায়ার।